আমাদের কথা খুঁজে নিন

   

এক কথায় প্রকাশ সমকালীন

সত্যের পথে সবসময়

১। যার মমতা নাই- মশা। ২। বেশী কথা বলে যে- রাজনীতিবিদ। ৩।

যা সহজে ভেঙ্গে যায়-ভালোবাসা। ৪। যা ঘুরে ঘুরে আসে- ফ্যাশন। ৫। উপকারীর অপকার করে যে- মানুষ।

৬। যা বোঝা কঠিন- মেয়েদের মন। ৭। যে বেশি চাপা মারে- ট্রাক। ৮।

মায়ের বুক খালি করে- সন্ত্রাসী। ৯। সবাইকে চোর মনে করে যে- চোর। ১০। যা বাড়ছে প্রতিনিয়ত- সন্ত্রাস ও লোডশেডিং।

১১। উপকারীর উপকার করে যে- কুকুর। ১২। ধুমপান বেশি করে যে- ব্যাংককার। ১৩।

টাকা চিনে যে- ট্রাকলু। ১৪। বেশি মিথ্যা কথা বলা হয়- মোবাইলে । ১৫। মোবাইল ফোন সহজ করে দিয়েছে- প্রেমকে।

১৬। যা যুবকদের ধংস করে- ফেনসিডিল। ১৭। ঘোষ খেতে বাধ্য করে- বউ। ১৮।

মাইর খায় বেশি- গরু চোর। ১৯। সবচেয়ে বড় চুরি- কলমের মাধ্যমে চুরি। ২০। যে বেশি ভক্তি করে- বাটপার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।