আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় সিলেট, প্রিয় বৃষ্টি...!

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! সিলেট বলার সময় আমি সব সময় আমাদের সিলেট অথবা আমার সিলেট বলি..! যদিও আমি সিলেটি নই তারপরও, সিলেটি কারও সাথে দেখা হলে বা পরিচয় হলে , আমি সিলেটের ভাষা বলি....!! যে সেলেটি ভাষা শুনলে এক সময় বিরক্ত হতাম, কালের বিবর্তনে সেই ভাষা শুনলে কেমন জানি আপন মনে হয়, ভালো লাগায় আচ্ছন্ন হয় হৃদয়!! ঢাকা শহরে যখন বৃষ্টি হয়, মনটা বিষাদে ভরে যায়, ইশ কতদিন বৃষ্টিতে ভিজি না, কত দিন সিলেটের ঝুম বৃষ্টিতে ভেজা হয় না..!! কত দিন .....!! দেখি না প্রিয় ক্যাম্পসটাকে! প্রিয় সিলেটের রাস্তায় কতদিন উদ্দেশ্যবিহীন হাটা হয় না, কত দিন বসি না চৌহাট্টায়! বিষণভাবে সিলেটকে মনে পড়ছে, মনে পড়ছে ক্যাম্পসকে, মনে পড়ছে মনের গভীরে লুকিয়া থাকা একটা ভালো লাগা....!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.