আমাদের কথা খুঁজে নিন

   

কি আজব 'পরিবার' পরিকল্পনা!'

সুন্দর সমর

আমাদের এক বন্ধু মেইল করেছে, প্রথমেই গালাগাল দিয়েছে প্রাণখুলে। প্রায় সবই 'অকথ্য। ' ও লিখেছে, 'প্রাণের বন্ধু বলে তোকে নেহাৎ আপন মনে করে গালাগালিগুলা উপহার দিলাম, ওগুলা 'অকথ্য' মানে কথায় আনার যোগ্য নয়, তাই কথায় বলিনা, মুখে আনি না। কিন্তু এ পর্যন্ত কোনো ব্যকরণ বিশারদ ওগুলোকে 'অ-লেখ্য' যে কহেনি। অতএব লেখায় যদি প্রয়োগ করি দোষের হইবেক নারে, ওরে আমার সুন্দর সমর ভোদাই চন্দ্র!' তবে তার গালাগালির কারণ বুঝতে সময় লাগলো অনেক।

বুদ্ধিতে জন্মগত ভাবে টিউব লাইট। সুইচ অন করার অনেক পরে জ্বলে উঠি। যদি বিদ্যুৎ থাকে। যদি না থাকে তবে? হ্যা কথা মাথার উপর দিয়ে যায়। আমি আমার মতো তাকিয়ে থাকি।

লোকজন বলে বোকার মতো তাকিয়ে থাকি। হয়ত আমার তাকানো বোকার মতই হবে। তাদের কথা সত্য হলেও 'হতি পারে না হলে লোকে বলবি ক্যানো!' বন্ধুটি লিখেছে, 'ওরে বোকাদের মহারাজ, কাজলের কাহিনী কি তুই পড়িস নাই। আরে দেখনা। ১৩ বছরের মেয়ে নিজেকে, নিজের আত্মাকে অন্ধকারের কাছে বিকিয়ে দিয়েছে নিজের পরিবারকে রক্ষা করার জন্য।

তা নিয়ে তুই কিছুই লিখলি না! হায়। ' তারপর লিখেছে, 'আচ্ছা কাজল বা কাজলের মতো গরীব মেয়েরা যখন পরিবারকে রক্ষার লড়াইয়ে নিজের শরীরকে হাতিয়ার বানিয়ে নিচ্ছে তখন তাদের পরিবারকে রক্ষা করার কথা কেউ বলে না। অথচ দ্যাশে আইন হয় একটি 'পরিবার'কে রক্ষা করার জন্য। আমরা কি একটি 'পরিবার'কে বাচানোর জন্য যুদ্ধ করেছি! কি আজব 'পরিবার' পরিকল্পনা!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।