আমাদের কথা খুঁজে নিন

   

I-Doser - ব্রেইন ওয়েব সিন্ক্রোনাইজার

Live Long Happy Strong Stay Young

হ্যালো ফ্রেন্ডস এন্ড অল ব্লগার্স... কাটছে কেমন সময়?ভাল তো... আমি বেশ কিছুদিন আগে ব্রেনওয়েব জেনারেটর নামে একটা সফট এর পোষ্ট দিয়েছিলাম। আজকে একই ক্যাটাগরির অন্য একটা সফট এর কথা বলছি। এটি হচ্ছে I-Doser এটির ইফেক্ট পুর্বে-বর্নিত সফট এর চাইতে বেশী ষ্ট্রং মনে হয়েছে আমার কাছে। এই সফট গুলা আমাদের ব্রেন ওয়েব সিঙ্ক্রোনাইজ করার জন্য ব্যবহ্বত হয়। একটা পিসি এবং একটা ভাল মানের হেডফোন থাকলেই চলবে।

এটা দিয়ে বিভিন্ন ড্রাগের-ও স্টিমুলেশন করা যায়। অর্থাৎ বাস্তবে ড্রাগ না নিয়েও ড্রাগ নেয়ার অনুভুতি ব্রেনে উপভোগ করা যায়। যারা ড্রাগ ছাড়তে চান, এ জিনিশ তাদের কাজে আসতে পারে। যারা ইনসমনিয়ায় ভুগছেন তাদের জন্যও ডোজ আছে......... । যা হোক অনেক অনেক ড্রাগ ডোজ আছে যা আপনারা সাইট-টিতে গেলেই বুঝতে পারবেন।

সাইটে শুধু পিসি এবং আইফোনে ইউজ করার সফট পাওয়া যায়। অবশ্য mp3-ও পাওয়া যায়। mp3 গুলো অনেক বড় সাইজের হয়। কেউ যদি উইন্ডোজ মোবাইলে ব্যবহার করতে চান(mp3 ফাইল হিসেবে নয়)। জাষ্ট আমাকে বলুন,পথ দেখাব এখন পর্যন্ত আমি যে ডোজ-গুলো ইউজ করেছি তা হচ্ছে- ১।

Alcohol ২। LucidDream ৩। Reset ৪। Theta ৫। Astral ৬।

(এটার কথা বলা যাবে না) ) আপনাদের কেউ কি I-Doser এর ইউজার আছেন?থাকলে আওয়াজ দিয়েন। কোন ডোজ নিয়েছেন,কেমন লেগেছে জানাবেন প্লিজ... নোটঃসফট-টি ফ্রি এবং এর সাথে দুটি ড্রাগ-ডোজ ফ্রি পাওয়া যায়। অন্য ডোজ গুলো কিনতে হয়। আমার কাছে ৭৪টি ড্রাগ-ডোজ আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।