আমাদের কথা খুঁজে নিন

   

বিষ কন্যা

ধুমপানে বিষপান
অনেকদিন ধরেই বিষকন্যাকে নিয়ে লিখতে ইচ্ছে হচ্ছে! একটা মিথ্যাকে কিভাবে বারবার বলে সত্য বানানো হয় তার বাস্তব চিত্র হচ্ছে আমাদের বিষকন্যার বিষপান! জেল থেকে মুক্তির পর একসময়ের বাচালকন্যার রুপান্তর ছিল চোখে পড়ার মত! কার চাপে বাচালকন্যার বাচলামি বন্ধ হয়েছে আমার জানা নেই, তবে এটা জাতির জন্য নিঃসন্দেহে মঙ্গলকর। কিন্তু এই বহু বিশেষায়িত কন্যার নতুন উপাধি এখন নতুনভাবে বিষকন্যা হিসাবে খ্যতি লাভ করতে শুরু করেছে! প্রতিষোধ নেয়ার অনেক কৌশল থাকে, কিন্তু তাই বলে জলজ্যন্ত একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সহজ সরল মানুষের বিশ্বাষে আঘাত করার অধিকার এরা কোথায় পায়? তত্বাবধায়ক সরকারকে মানুষের মাঝে বিষিয়ে তুলার এই প্রচেষ্টা একপ্রকার আওয়ামী স্ট্রাটেজী, যা দিনের আলোর মত পরিস্কার! বিষে বিষক্ষয় বলে একটা কথা আছে! সেদিন একজন কে বলতে শুনলাম যে হাসিনা নিজেই একটা বিষ! তাই বিষ খেয়ে বিষ হজম করাটা তার জন্য অতি স্বাভাবিক! তাই এখনই যদি এই আওয়ামী মিথ্যাটা বন্ধ করা না হয় তাহলে একদিন গনতন্ত্রের মানসকন্যা কিংবা শান্তিকন্যা আমাদের মাঝে বিষকন্য হয়ে বেচে থাকবে! কোন এক মাতালের অতি সহজ সরল আবেদন: আমি বাংলা মডস খাই, কিনটু মাথাস এটো কারাপস না যে বিশ খাবার পোর মানুশ মোরেয়না। হাসিনা, আমি মিসা কোথাস কৈ ঠিক আসেয়, কিনটু টুমি কোবা কেন? টুমি টো বাংলা মডস খাও না। বৈন আর মিসা কোথা কৈও না। আল্লাহপাক নারায হৈবোস। তোমার সাজেদাস বুবুরেও তওবাস পড়তে কও, আর যেন মিসা না কয়! আল্লায় ভালা করবস! বিঃদ্রঃ - মাতাল হইলে মানুষ নাকি মিথ্যা কথা বলতে পারে না!! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বিষকন্যা!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।