আমাদের কথা খুঁজে নিন

   

ডায়াল-আপ মডেম থেকে ফোন করব কিভাবে?

যায় দিন ভালো, আসে দিন ...

এত দিন ব্রড ব্যান্ড কানেকশান ব্যবহার করতাম। আজ নিয়ে আসলাম গ্রামীনের এডজ মোডেম। স্পীড মোটামুটি ভালোই (অন্ততঃ আমার ব্রড ব্যান্ড থেকে স্পীড বেশী)। কিন্তু সমস্যা হচ্ছে আমি এই কানেকশানের জন্য আলাদা সিম কিনতে চাচ্ছি না। আমার প্রিপেইড সিমটাই ব্যবহার করতে চাচ্ছি। কিন্তু এই মডেমে সিম ঢুকালে আমি মেসেজ রিসিভ করতে পারলেও কল করতে বা রিসিভ করতে পারছি না। আমি আগে একটা মডেম কিনেছিলাম যার সফটওয়্যারে ব্রাউজিং করার সময় কল করা ও রিসিভ করার অপশন ছিল। কিন্তু এই মডেমটির সফটওয়ারে তেমন কোন অপশন পাচ্ছি না। কেউ কি কোন পরামর্শ দিতে পারেন? কোন আলাদা সফটওয়্যার দিয়ে কি এটা করা সম্ভব? কারও জানা থাকলে আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।