আমাদের কথা খুঁজে নিন

   

আমি বৃষ্টি দেখেছি

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

গত দুইদিনের কাঠফাটা রোদ প্রায় ভুলিয়ে দিচ্ছিল যে এখন বর্ষাকাল। সকালে অফিসে যাওয়ার সময় আমার মা প্রতিদিন বলেন ছাতা নিয়ে যেতে, কিন্তু গত দুইদিনের অভিজ্ঞতা আর একটা উটকো বোঝা বয়ে বেড়াবার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ ছাতা নিয়ে যাইনি, আর ঘটনা ঘটলো আজকেই । দুপুরের পর থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল, বিকালে যখন অফিস থেকে বের হলাম, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, রাস্তার মোড়ে এসে যখন বাসের জন্য অপেক্ষা করছিলাম, তখন বৃষ্টির মাত্রা আরও বেড়ে গেল। ততক্ষণে কাকভেজা হয়ে রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে ভাবছিলাম, আজ ছাতা আনলাম না, আর আজকেই এমন ভিজতে হলো ।

যাই হোক, অনেকক্ষণ পর একটি সিএনজি ট্যাক্সি পাওয়ার পর সেটিতে উঠে বসলাম আর পথে আসতে আসতে বৃষ্টি নিয়ে গান শুনতে ইচ্ছে হচ্ছিল। বাসায় এসে ল্যাপটপ চালু করে ভাবলাম, বৃষ্টি নিয়ে অনেক গানই শুনেছি, এবার নতুন কিছু শোনা দরকার। অঞ্জন দত্তের বৃষ্টি গানটি যদিও আগে শুনেছি, তবে এত মনোযোগ দিয়ে শোনা হয়নি আগে, তাই শুনছি গানটা। অঞ্জন দত্তের গায়কি ভঙ্গিমা আসলেই মুগ্ধ করার মতো। কথাগুলো কষ্টের হলেও গানটা খুব ভাল লাগলো…… আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি।

চারটে দেয়াল মানেই নয় তো ঘর নিজের ঘরেও অনেক মানুষ পর কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই শহর। আমি অনেক ভেঙ্গে চুরে আবার শুরু করেছি আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি শুধু তোমায় হারাব, আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি। হারিয়ে গেছে তরতাজা সময় হারিয়ে যেতে করেনি আমার ভয় কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই শহর। আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি শুধু তোমায় বিদায় দিতে হবে স্বপ্নেও ভাবিনি।

। অডিও লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.