আমাদের কথা খুঁজে নিন

   

দিন বদলের ঝুট সন্ত্রাসী



২৯ জুন হা-মীম গ্রুপের সোয়েটা কারখানাটি জ্বালিয়ে দেয়া হয়। আমার দেশ বলছে ঝুট সন্ত্রাসীদের টার্গেট ছিল হামীম গ্রুপ । “আশুলিয়া সড়কের ওপরই আরও কারখানা আছে সেগুলোয় হামলা হল না, বিশাল দেয়াল টপকে ও গেট ভেঙে মূল সড়ক থেকে বেশ ভেতরের এ কারখানাটিতে হামলার কারণ কি? এমন প্রশ্নের জবাবে পাওয়া গেছে বেশ চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে এ. কে আজাদ বর্তমান সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ থাকার কারণে তিনি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা প্রভাবশালী কোনো নেতাকে ঝুট ব্যবসা দেয়ার ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেন না। হা-মীম গ্রুপের কোনো কারখানা থেকেই সরকারদলীয় নেতাকর্মী ও প্রভাবশালী কেউ ঝুটের কাপড় নিতে পারছে না। এ কারণে এ গ্রুপটির ওপর বেশ ক্ষিপ্ত ছিল ঝুট সন্ত্রাসীরা। ফলে সেদিন এ কারখানাটিকে হামলার জন্য বেছে নেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে।” আমার দেশ ৫ জুলাই ২০০৯। তাইলে এরাই হল দিন বদলের ঝুট সন্ত্রাসী! এই জন্যই কি জনগণ উনাদের ভোট দিয়ে ক্ষমতায় আনসেন? দেশের গার্মেন্টস শিল্প ধ্বংস হলে কোন দেশ এতে লাভবান হয় বলেন দেখি? সবার জন্য কুইজ!!! খুব কঠিন কুইজ কলাম কিন্তুক । চিন্তা কইরা এনসার দিয়েন!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।