আমাদের কথা খুঁজে নিন

   

হে নিন্দুক

অসীমের পথে হেঁটে বড় ক্লান্ত... মনে হয় চারিদিকে সবই ভ্রান্ত... বড় কঠিন থাকা টিকে জ্যান্ত... তবু দেবোনা এই রণে ক্ষান্ত... আমি পথিক এক ক্লান্ত শ্রান্ত... দিবই পাড়ি পথ অসীম অনন্ত... হে নিন্দুক... কখনো কি গিয়েছ জনতার মিছিলে...? জানো কি কখন শান্ত জনতা আগুন জ্বালে...? দিয়েছ কি কখনো বুকের গভীর থেকে স্লোগান...? গেয়েছ কি কখনো দেশের জন্য কোন গান...? মশাল হাতে স্লোগান গলায় ঘুরেছ কি রাজপথে...? জানো কি এক দাবি হাজার কণ্ঠে কখন বেজে উঠে একসাথে...? হে নিন্দুক গিয়েছিলে কি কখনো শাহবাগের প্রজন্ম চত্বরে...? তাকিয়েছিলে কি সেই সব জনতার অক্ষিকোটরে...? হে নিন্দুক শুনে রেখ... নানান বয়স নানান পেশার নানান রকম জনতা... এক দাবিতে এক হয়েছে আসবেই সুখের বারতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।