আমাদের কথা খুঁজে নিন

   

এক মণ গমও যেন বাংলাদেশে প্রবেশ না করে

কৃষকের কথা বলিতে গেলে বুকে লাগে ব্যাথা

ভারত রাষ্ট্রপরিচালিত প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ লাখ টন এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের ৬ লাখ ৫০ হাজার টন গম রপ্তানির অনুমতি দিয়েছে। তবে এই রপ্তানির ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে সরকার। এরফলে পরিবহন ব্যয়ের বিবেচনায় শুধু বাংলাদেশেই এসব রপ্তানি করা সম্ভব হবে। ব্যবসায়ীরা একথা জানিয়েছেন। অনেক দিন খরার পর মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিল। মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী বলেন, "ভর্তুকি ছাড়া রপ্তানির জন্য যেরকম দাম ঠিক করা দরকার ছিল তা না করায় বাংলাদেশ ছাড় অন্য কোথাও এই গম রপ্তানি করা সম্ভব হবে না। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা দ্য ডাইরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার রাতে জানিয়েছে, এমএমটিসি, এসটিসি ও পিইসি লিমিটেডের মাধ্যমে আগামী মার্চ মাসের মধ্যে এসব গম রপ্তানি করা যাবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একজন ব্যবসায়ী বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে ভারতের এই গমের প্রতি টনের দাম পড়বে ২৪০ ডলারেরও বেশি। অর্থাৎ ব্ল্যাক সী ও যুক্তরাষ্ট্রের গমের চেয়ে ২০-৩০ ডলার বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।