আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...

স্বপ্ন হলো খেলার পুতুল স্বপ্ন ঝরা বকুল। স্বপ্ন হলো উড়াল গদ্য স্বপ্ন পঁচা পদ্য। স্বপ্ন হলো ফুলের পুকুর স্বপ্ন মরা কুকুর। স্বপ্ন হলো মিথ্যে আশা স্বপ্ন মিছে ভাষা। স্বপ্ন হলো কষ্ট পাওয়া স্বপ্ন হৃদয় চাওয়।

স্বপ্ন হলো রাত্রি জাগা স্বপ্ন সুখটা মাঁগা। স্বপ্ন হলো গল্পের খাতা স্বপ্ন ছিঁড়া পাতা। স্বপ্ন হলো আলসে দুপুর স্বপ্ন ভাঙ্গা নূপুর। স্বপ্ন হলো কাঠের মানুষ স্বপ্ন রঙ্গীন ফানুস। স্বপ্ন হলো নগ্ননারী স্বপ্ন পোড়া বাড়ী।

স্বপ্ন হলো রাতের শশী স্বপ্ন দু:খের হাসি। স্বপ্ন হলো মনের ফোঁড়া স্বপ্ন শোকের ঘোড়া। স্বপ্ন হলো নিরোর বাঁশি স্বপ্ন বুড়োর কাশি। স্বপ্ন হলো মাকাল ফল স্বপ্ন চোখের জল। স্বপ্ন হলো নীলের ছবি স্বপ্ন মাতাল কবি।

স্বপ্ন হলো রাতের আঁধার স্বপ্ন মায়া রাধার। স্বপ্ন হলো ভোরের আকাশ স্বপ্ন গরম বাতাস। স্বপ্ন হলো কালের তরী স্বপ্ন জীবন-ঘড়ি। স্বপ্ন হলো মায়ের মুখ স্বপ্ন বাবার সুখ। স্বপ্ন হলো 'স্বপ্ন' লেখা স্বপ্ন 'স্বপ্ন' দেখা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.