আমাদের কথা খুঁজে নিন

   

ডে লাইট সেভিংস এবং লোডশেডিং

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। আর যখনই তার ধারণা জন্মে যে, সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। - সক্রেটিস

ডে লাইট সেভিংস এবং লোডশেডিং নিয়ে কিছু লেখার আগে প্রাসঙ্গিক একটা গল্প দিয়ে শুরু করছি । চাচা : কিরে বাদল তোর বাবার খবর কি ? বাদল : আগের থেকে ভাল চাচা। চাচা : সে কিরকম ? বাদল : আগে বাবাকে দুইজনে ধরে বাথরুমে নেওয়া লাগতো।

আর এখন বাবা বিছানায়ই ঐ কাজ সারে। আমাদের বিদ্যুতের অবস্থা এখন ঐ বাবার মতই। ডে লাইট সেভিংস এর আগে আমাদের এলাকায় শুক্রবার দিন কখনো লোডশেডিং হত না। কিন্তু আজ শুক্রবার (০৩-০৭-০৯) এই নিয়ে দুইবার মোট দুই ঘন্টা লোডশেডিং হয়ে গেছে আমাদের এলাকায়। পাদটীকা : জোট সরকারের বানিজ্য মন্ত্রী বলেছিলেন, দুইদিন রোদ উঠলেই চাউলের দাম কমে যাবে।

মহাজোট সরকারের বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, বৃষ্টি হলেই লোডশেডিং কমে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।