আমাদের কথা খুঁজে নিন

   

“প্রজেক্ট:জানুন”

সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই

আমি ও আমার কয়েক জন বন্ধু মিলে একটি এডুকেশন সাইট খুলতে যাচ্ছি। প্রজেক্টির নাম দেওয়া হয়েছে “প্রজেক্ট:জানুন”। এই সাইটটিতে নিচের বিষয় গুলো অর্ন্তভুক্ত: ১. ৫ম শ্রেণী থেকে অনার্স(শুধুমাএ ইন্জিনিয়ারিং বিষয়সমূহ) ই-বুক থাকবে। ২. প্রত্যেক ইউজারে জন্য Register এর সাপেক্ষে এগুলো ডাউনলোড করার ব্যবস্থা থাকবে। ৩. সাইট টির ইউজারদের জন্য সোস্যাল নেটওর্য়াকিং এর ব্যবস্থা থাকবে।

৪. বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ব্লগ থাকবে। ৫. এই সাইটের যেকোন Educational content শেয়ার করার ব্যবস্থা থাকবে। ৬.বিভিন্ন সরকারী বেসরকারী কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারনা ও ঠিকানা দেওয়া হবে। ৭.সাইটিতে বিভিন্ন প্রয়োজনীয় এডুকেশন সাইটের ওয়েব এড্রেস থাকবে। এইরকম একটি সাইট তৈরী করতে আপনাদের সাহায্য চাই।

আপনার বিভিন্ন ধরনের আইডিয়া বা লিংক দিন যা থেকে আমাদের সাইটের কনটেন্ট সম্পর্কে আমরা জানতে বা বুঝতে পারি। যে কোন প্রকার উপদেশ, পরামর্শ,সাহায্য আমাদের পরমকাম্য। ও আরেকটি কথা সাইটি সম্পূন বাংলায় করার ইচ্ছা আছে। এব্যাপারে আপনাদের সাহায্য অবশ্যই প্রয়োজন। নিবেদক মো: আল- আমিন হোসেইন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।