আমাদের কথা খুঁজে নিন

   

রাতের কোন আকাশ নেই।



তুমি জান? রাতের আকাশে তারা আছে কত। কত নক্ষত্র - ছড়ায়ে ছিটায়ে আছে আরো কত কিছু বিরাজমান ? আমি জানি রাতের কোন আকাশ নেই, পৃথীবির এইপাশে আধার এখন, ঐ পাশ ভরা আছে আলোই আলোই। আলো আর কাল নিয়ে আমরা বরং- তারার আকাশে ধাবমান। তারার আকাশ বিরাজে মহাকাশ মাঝে, মহাকাশ লয়ে লয়ে মহা বিশ্ব মহাকালে ধাবমান সীমানার খুঁজে। মহাকাল বহুরূপি তুমি তারে যেবাবেই ভাব সে আছে আপন মাঝে ছুপি, ---------------------- ------------------ ------------ --------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।