আমাদের কথা খুঁজে নিন

   

*||*~ চানাচুরের দুঃখে দেয়া শেষ বিকেলের কিন্চিৎ খানাপিনা পোষ্ট ~*||*

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
এই পোষ্টে বলেছিলাম দেশ থেকে আসা আমার কিছু প্রিয় কিছু খাবারের কথা, কিন্তু এমন মজার জিনিসগুলো কি আর বেশীদিন রেখে খাওয়া যায় নাকি .... ফলাফল যা হওয়ার তাই হইসে মজা মজা করে খাওয়া জিনিসগুলো নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে ... কয়দিন ধরে চানাচুর খেতে বড় ইচ্ছা করছে ... কিন্তু আমি থাকি এমন এক যায়গায় যেখানে চানাচুর কিনতে যেতে হবে আরেক শহরে ... ঐখানের এক বড়ভাইরে ফুনাইলাম খবর নেওয়ার জন্য যে এশিয়ান শপে চানাচুর আছে কি না, উনি খবর নিয়া যা কইলো তা শুনে মনে হইলো অভাগা তাকাইলে সাগর ও শুকায়া যায় কথাটা আসলেই সত্যি কারন ওখানের দুটি এশিয়ান শপেই নাকি চানাচুর নাই, আসবে সামনের সপ্তাহে ... মনের দুঃখে পিসিতে রাখা দেশ থেকে আসা চানাচুর শেষ মাখানো ছবিটা সামনে নিয়ে খানিক্ষন বসে রইলাম .... আহা ! কি অপরূপ দৃশ্য ... সেদিন একটি বাটিতে পিঁয়াজ, কাঁচা মরিচ, ক্যাপসিকাম, টমেটো আর কাবাবের মাংসের (সালামী) সাথে প্যাকেটের শেষ চানাচুরগুলো দিয়ে বানিয়েছিলাম এটা ... এর মাঝে ঘাসফুলের খানাদানার পোষ্ট দেখে আর সহ্য হইলো না .... কিচেনে গিয়া ফ্রিত মেশিনে বসায়া দিলাম ফ্রেন্চ ফ্রাই ভাজতে .... কিন্তু ওটা হতে তো ১০ - ১২ মিনিট সময় লেগে যাবে ততক্ষন কি করা যায়, ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি ঠান্ডা ঠান্ডা তরমুজ আছে ... ওখান থেকে এক ফালি তরমুজ নিয়ে বসে গেলাম ... ফ্রেন্চ ফ্রাই ভাজতে ভাজতে একবার চেক করে দেখলাম রং টা খারাপ হচ্ছে না একটু পরে একটা ককটেল সস এর সাথে মচমচে ফ্রেন্চ ফ্রাই খেয়ে ভাবলাম ঠান্ডার সময় কিছু ঠান্ডা ঠান্ডা আইসক্রীম খেলে মন্দ হয় না .... যেমন ভাবা তেমন কাজ, বাটি ভরে নিয়ে এলাম ভেনিলা আইসক্রীম ... আর খেতে খেতে পোষ্ট টা লিখছি ফ্রিজারে এখনো ২ লিটারের আইসক্রীমের বক্স আছে....যার যার খেতে ইচ্ছা হবে নিয়ে খান ... ততক্ষন আমি আমারটা শেষ করি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।