আমাদের কথা খুঁজে নিন

   

আজ ৩০ জুন ঃ আদমজী হত্যা দিবস।।



৩০ জুন ২০০৩ এই দিন পৃথিবী অন্যতম বৃহৎ পাটকল 'আদমজী জুট মিলের 'শেষকৃত্বি' সম্পন্ন হয়। এ দিন কে স্মরণ করতে আফসান চৌধুরীর An Epitaph for Adamjee পাঠকের জন্য আংশিক অনুবাদ করলাম। এক কাওরান বাজারের বৃষ্টিস্নাত রাজপথ সন্ধ্যা নামতেই জনশূণ্য প্রায়। কেনান বিশ্বকাপ ফুটবল জ্বরের উদ্বেল জনগণ তাড়াতাড়ি ঘরের ফিরেছে প্রিয় দলের খেলা দেখবার আকাঙ্খায়। তখন তিনটি নগ্ন বালক একটি ব্যাংকের বৃষ্টি ভেজা বারান্দায় পিছলে পরার আনন্দে মত্ত ।

তাদের মাঝে এই নগ্নতা নিয়ে কোন লজ্জাবোধ নেই । কিংবা আমরা ক'জন ভদ্রলোকেরও তাদের প্রতি ভুরু ক্ষেপ নাই। কেননা একই জমিনে দাড়িয়ে থেকে আমরা দুই ভিন্ন জগতের বাসিন্দা। আমরা একে অপরের লজ্জার স্বরূপ অনুধাবনে অক্ষম, কারণ আমরা একে অপরের নিকট অদৃশ্য। তখন সন্ধ্যা সাতটা।

প্রতিটি অলি-গলি , পাড়া-মহল্রায় অবিরত বাজি ফুটছে। জনতা ব্রাজিলের বিশ্বকাপ বিজয় উদযাপণ করছে। অনেকের নিকট বিজয়ী ব্রাজিল তখন 'আমার দল' । আর রোনাল্ডের দুই গোলে পরাস্ত জার্মানের বিরোধে বিজয়ের আনন্দ তখন ' আমার আনন্দ'। এর ঠিক তিন ঘন্টার পর 'আদমজী জুট মিল' কে সমাধিস্থ করা হবে।

এর মৃত্যু ঘটেছিল অনেক আগেই। এ অপমৃত্যুর জন্য কোথাও কোন শোক নাই । শুধু এর মৃত্যুর সাথে যাদের অন্তিম ঘন্টা বেজে গিয়েছে তারা ব্যতিত। দুই বিশ্বকাপ সংশ্লিষ্ট নানা তথ্য উপাত্ত.......তারকাদের নামসহ জীবনবৃত্তান্ত কিংবা পুরস্কার আর মাঠের আকার আকৃতি সকল কিছুই আমাদের নখদর্পনে। কিন্তু আমরা ভুলে গেছি সেই কিশোরী টির নাম যে তার স্কুল বন্ধ হয়ে যাওয়া সংবাদে চেতনাহীন হযে পড়েছিল।

বালিকা টি কে আদমজী জুট মিলের বিপুল লোকসানের বোঝা সৃষ্টি জন্য অভিযুক্ত করা হল এবং তার পরিবারের সকলের সাথে তাকেও শাস্তি প্রদান করা হল। এই বালিকার মত অনেকেই অদক্ষ ব্যবস্থাপনা, দুর্নিতী আর পরিকল্পনাহীন তার পরিনাম বহন করতে হবে। এই মাস্তি প্রক্রিযার নাম ' সুশাসন' ('good governance') আর অর্থনৈতিক সংস্কার 'economic reform.' ফোনে আমার এক বন্ধু ফোনে বললেন , ' আদমজী বন্ধ হয়ে যাওয়া আমাদের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। আমদের তাদের সৃষ্ট বিপুল লোকসানের বোঝা বহন করতে বাধ্য করা হচ্ছিল। ' উল্লেখ থাকে যে আমার এ বন্ধুবর একজন কোটিপতি এবং আমার থেকে অনেক কম কর পরিশোধ করেন।

মূল লেখা পড়ুন..................... Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।