আমাদের কথা খুঁজে নিন

   

উষ্ঠা খাইয়া আর কদিন বাচুম, এর চাইতে মইরা যাওন ভালা...

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

ছুঠু বেলায় হাটতে গিয়া খাইতাম উষ্ঠা। এর পর থেইক্যা এই উষ্ঠা খাওনের ব্যারাম অইচে আমার। আবে হালার উষ্ঠা খাই তো খাই তাও আবার বিপদের লগে। কদ্দিন ধইরা আবার উষ্ঠা খাইতাছি। প্রেমিকা নাই, প্রেম নাই, বিয়ার কথা কইলে মায়ে লাঠি লইয়া দোরান দেয়। পেছবুকে কত কোটি কোটি মাইয়া দেহি, কেউ কি হালার আমারে দেহে না? কদিন আগে চরম একটা উষ্ঠা খাইলাম (টানা চাইরদিন পরীক্ষা দিলাম, শেষ মেষ বুঝলাম ৯৯.৯৯% ফেইল করুম)। এইবার ফেইল করলে বাপে কইছে এককেরে হাড্ডি গুরা কইরা দিবো! ডাক্টারের কাছে গ্যাছিলাম, উষ্ঠা খাওনের হাত থেইক্যা বাচনের ওষুধ আনতে, হালার ডাক্টারে কয় ওষুধ নাই তয় দিনে দুই মাইল কইরা দৌরাইতে পারেন তাইলে আর উষ্ঠা খাইবেন না! যাই হোক অনেকদিন পর আইয়া এইসব কইয়া লাভ নাই, আসলেই লাভ না! তা আমনেরা কেমন আছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।