আমাদের কথা খুঁজে নিন

   

লাল পতাকার লোকজন কোথায়?

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

আমি ব্লগে আসার পর থেকেই অনেক ধরনের রাজনৈতিক কতোপকথোন ব্লগে পেয়েছি। আমি নিজেও বেশ কয়েকটা ব্যাপারে মন্তব্য করেছি। তবে দেশে আরও কয়েকিট দল আছে যা এক কথায় সমাজতান্ত্রীক দল বলে আমরা জানি যদিও তাদের মাঝে আবার অনেক তন্ত্রের বিবেধ আছে , লেলিনবাদ বা মাক্স`বাদ বা এমন থাকতে পারে জাসদ, বাসদ, কমিউনিষ্ট পাটি` আরও অনেক। বাংলাদেশ লাল পতাকার অবস্থান কোথায়। আমি শোনি লোকে বলে ওনারা নাকি ভাল লোক।

আমি একজনের লেখার বেশ বক্তও বটে যার নাম নিম`ল সেন। তাদের সামাজিক অবস্থান বা রাজনৈতিক অবস্থান কোথায়। শুনেছিলাম আগে মাঠে ময়দানে যারা প্রতিদিন সমালোচনায় ব্যস্ত ছিলেন তাদের মাঝে ২/১ জন একজন ক্ষমতাও পেয়েছেন। তাহলে তাদের বাস্তবতা কোথায়। যদি তাদের অবস্থা শুধু পড়াশোনার মাঝে সীমাবদ্ধ থাকে তাহলে একটি রাজনৈতিক স্কুল খুলে দিলেও খারাপ হয়না।

আর যদি স্কুল না থাকে তাহলে দেশে এত বড় বড় সমস্যা দেখা যাচ্ছে তাদের মাঠ ময়দানে কোন কথা বলতে শুনিনা কেন। নাকি তারাও রাজনৈতিক ব্যবসায় ব্যস্ত আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।