আমাদের কথা খুঁজে নিন

   

Blog-e Moulobadi Faruk55-er(Not cigarette 555!) Aabishkrito 2nd Law of Conservation of Energy!!!



এক আল্লাহ , এক উৎস ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১০ শেয়ার করুন: এক আল্লাহ , এক উৎস আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আদেশ করিয়াছেন যে কুরআন, শুধুমাত্র কুরআনই হইবে সকল ধর্মীয় শিক্ষার উৎস। তদুপরি আরও বলা হইয়াছে যে , অন্য কোন উৎসকে ধর্মীয় দিকনির্দেশনার জন্য গ্রহন করা , আল্লাহর সহিত অন্য প্রভুদেরকেও গ্রহন করার সমতুল্য। “বল, (মুহম্মদ) কাহার সাক্ষ্য সর্বশ্রেষ্ঠ? বল, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এবং এই কুরআন আমার কাছে অহী করা হইয়াছে যেন এদ্বরা তোমাদেরকে ও যাহার কাছে ইহা পৌছায় তাহাদেরকে সতর্ক করি। তোমরা কি সত্যিই সাক্ষ্য দিতেছ যে আল্লাহর সহিত অন্য প্রভু আছে ? বল , আমি এমন সাক্ষ্য দিব না। বল, তিনিই একমাত্র প্রভু এবং তোমরা যে শিরক্ করিতেছ তাহা হইতে আমি সত্যিই নির্দোষ।

(সুরা ৬ আন’আম আয়াত ১৯) সুরা ১৭ আয়াত ২২-৩৮ এ অনেকগুলো গুরুত্বপূণ আদেশ বর্নীত হইয়াছে। ইহার পরেই ৩৯ নং আয়াতে আল্লাহ বলিয়াছেন, “ ইহা গভীর জ্ঞানের কিছুটা, যাহা তোমার রব্ব তোমার কাছে অহী করিয়া পাঠাইয়াছেন (কুরআন) এবং আল্লাহর সহিত অন্য প্রভুদের স্থাপন করিও না, অন্যথায় নিক্ষিপ্ত হইবে নিন্দিত ও দূরীকৃত জাহান্নামে। ”(সুরা১৭বণী ইস্রাঈল আয়াত ৩৯) কুরআন প্রয়োজনীয় যাবতীয় কিছু সহ সম্পূর্ণ এবং সবিস্তারে বর্ণীত। “এবং এমন কোন পশু নাই পৃথিবীতে বা নিজ ডানায় ভর দিয়া ওড়া পাখি নাই, যারা তোমাদের মতই একটি জাতি নয়। আমরা কোন কিছুই লিখিতে বাদ দিই নাই কিতাবে (কুরআন)।

অতঃপর সকলকে হাজির করা হইবে তাহাদের প্রভুর নিকটে। (সুরা ৬ আন’আম আয়াত ৩৮) “ তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোন বিচারক খুজিব যখন তিনি তোমাদের কাছে নাযিল করিয়াছেন সবিস্তারে বর্ণীত কিতাব। যাহাদেরকে আমি তোমার পূর্বে কিতাব দিয়াছি, তাহারা নিশ্চয় জানে ইহা (কুরআন) সত্যসহ তোমার প্রভুর নিকট হইতে নাযিল হইয়াছে, তাই তুমি সন্দিহানদের একজন হইওনা। তোমার প্রভুর বাণী সত্য ও ন্যায়ানুগভাবে সম্পূর্ণ করা হইয়াছে, কেহই নাই যে তাহার বাণী বদল করিতে পারে , তিনি সব শোনেন, সর্বজ্ঞ। (সুরা ৬ আন’আম আয়াত ১১৪-১১৫) কোরান যে সম্পুর্ন তার আরো একটি বড় প্রমান হলো, নিম্নোক্ত আয়াতটি।

” বলুন, আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় , তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে। সাহায্যার্থে অনুরুপ আর একটি সমুদ্র এনে দিলেও। ”সুরা কাহ্‌ফ(১৮) আয়াত ১০৯। এর অর্থ হলো আল্লাহ কোরানে ততটুকুই লিখেছেন , যতটুকু আমাদের দরকার। তিনি ইচ্ছা করলে নির্দেশ দিয়ে লক্ষকোটি ভল্যুমের কোরান লিখতে পারতেন।

কুরআনে অবিশ্বাসের পরিনতি “ নিশ্চয় যাহারা আমাদের আয়াতকে মিথ্যা বলে ও অহঙ্কার করিয়া তাহাতে কর্ণপাত করেনা, তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত হইবে না এবং তাহারা কখনই বেহেশ্তে প্রবেশ করিবে না , যে পর্যন্ত না সূইয়ের ছিদ্রে উট প্রবেশ করে। আমরা পাপীদেরকে এইরূপ শাস্তি দিব। (সুরা ৭ আ’রাফ আয়াত ৪০) ৩৩ টি মন্তব্য ১৫০ বার পঠিত, পোস্ট রেট করুন পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি -------------------------------------------------------------------------------- এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন -------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------- এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম : আপনার ই-মেইল আপনার বন্ধুদের ইমেইল মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/faruk55kw/28968996 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান -------------------------------------------------------------------------------- ১. ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৯ মনির হাসান বলেছেন: অনেক চেষ্টা করেও পোস্টে প্লাস দেয়ার কারণ খুজে পেলাম না ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৯ লেখক বলেছেন: আপনার ইচ্ছা। কোরানের কথা ভালো না লাগলে আমি কিই বা করতে পারি। ২. ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৮ মেহরাব শাহরিয়ার বলেছেন: প্লাস ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩০ লেখক বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য।

৩. ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫ কিরিটি রায় বলেছেন: -- ইহা গভীর জ্ঞানের কিছুটা, যাহা তোমার রব্ব তোমার কাছে অহী করিয়া পাঠাইয়াছেন ++++ ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮ লেখক বলেছেন: অতি সত্য কথা। ৪. ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪ মুরতাজা তারিন বলেছেন: If god created everything then who created god? This UNIVERSE is a self-evolution! You better read Darwinism to understand biological evolution. SCIENCE is not a religion, if it were we would've easier time raising money exploiting religion. Wisdom is not a product of religion but of the life-long attempt to acquire it standing on the shoulder of SCIENCE. The UNIVERSE evolved through BIG BANG 14 billion years ago & we've SCIENTIFIC THEORY & EXPERIMENTAL evidence. Read BIG BANG. Read Darwin!! You'll be exposed to TRUTH!! ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০ লেখক বলেছেন: কি আর বলি। নিজেই স্ববিরোধিতাই ভুগছেন। একদিকে বলছেন who created god? অন্য দিকে This UNIVERSE is a self-evolution! তাই যদি হয় , তাহলে আল্লাহ Self evolved হতে অসুবিধা কোথায়? আরো পড়ুন। শুন্য থেকে কিভাবে BIG BANG এর উৎপত্তি? matter এর সৃষ্টি ও নেই ,ধংস ও নেই , তাহলে BIG BANG এ matter কোথা থেকে আসলো? সত্য নিজেই জানতে পারবেন।

৫. ২৪ শে জুন, ২০০৯ রাত ৯:৩০ মুরতাজা তারিন বলেছেন: Did you see Allah? Have you detected Allah by any scientific means? What is your proof? We've experimental evidence of the BIG BANG! Who told you that matter can't be created or destroyed? Then what is the implication of E=mc^2? Matter was produced in the Big Bang through vacuum fluctuation! Read lamb shift & only then you'll understand how particle-antiparticle pairs are produced out of vacuum! Do you've any knowledge about false vacuum? Madrasa education is good for you, I presume!!! ৬. ২৪ শে জুন, ২০০৯ রাত ১০:১৮ ফারুক৫৫ বলেছেন: "Who told you that matter can't be created or destroyed? Then what is the implication of E=mc^2? " Learn physics well first. Read the 2nd law. Your equation doesn’t tell about creation Of matter but it tells about transformation of matter into energy and vice versa. Keep studying. ৭. ২৫ শে জুন, ২০০৯ রাত ১২:৩৫ তানহা তাবাসসুম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৫ লেখক বলেছেন: ধন্যবাদ। ৮. ২৫ শে জুন, ২০০৯ রাত ১২:৪১ টিনটিন` বলেছেন: অবশ্যই আপনার প্লাস পাওয়া উচিত। ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৭ লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। ৯. ২৫ শে জুন, ২০০৯ রাত ১:৫০ তুষারপাত বলেছেন: মুরতাজা তারিন বলেছেন-----You better read Darwinism to understand biological evolution. আপনার ডারউইন সাহেবের হিসাব মতে মানুষ বানর হতে সৃষ্ট। তাহলে পৃথিবীতে প্রথমে আল্লাহ পাক বানর পাঠিয়েছেন তার প্রমাণ দেখান।

১০. ২৫ শে জুন, ২০০৯ রাত ১:৫৫ তুষারপাত বলেছেন: মুরতাজা তারিন বলেছেন: Did you see Allah? Have you detected Allah by any scientific means? What is your proof? We've experimental evidence of the BIG BANG! are u muslim? if yes than how u say "Did you see Allah?" have u ever say to ur parents to proof scientificaly that u r their son or daughter? ১১. ২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৯ মুরতাজা তারিন বলেছেন: By DNA TEST it is possible to know who is your dad & mom!! ১২. ২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৮ মুরতাজা তারিন বলেছেন: Which 2nd law should I read? Newton's 2nd law! You better read Einstein's Special & General Theory of Relativity. You're still in the ages of Newton. Read Lamb shift & only then you'd be able to understand how particle-antiparticle pairs are produced because of vacuum fluctuation! I think you don't have that intellect to understand it! ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৪:০২ লেখক বলেছেন: Did I Say Newton’s 2nd law? Read 2nd law of conservation of energy. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৬ লেখক বলেছেন: You assume many things and intolerant. No benefit to argue with you , because instead of logic , you attack personally. You don’t have any idea of my educational qualification. ১৩. ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৭ মুরতাজা তারিন বলেছেন: Allahpak prothom Banor pathiyechen na aapnake pathiyechen tar proman pabar aage aapni proman koren ze Allahpak aachen. Parben proman korte? Origin of Species porun. Life evolved through evolution & the first sign of life appeared in water....Banglai zake bole jol. Jol kheyechen kokhono? Jol khawa zaina....paan korte hoi !! ২৫ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৯ লেখক বলেছেন: আপনার অনেক জ্ঞান। তা দাদাবাবু মুসলমান নিক নাম কেনো নিয়েছেন? ১৪. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৯:০১ মুরতাজা তারিন বলেছেন: There is no 2nd law of conservation of ENERGY! There is only a single law of conservation of ENERGY! May be I don't have any idea of your educational qualification! You don't have either any knowledge of my background. I've a Ph.D in Physics & Astronomy from USA & I teach in USA. This is obvious that you guys are dogmatic, radical & zealots and your only purpose is to disseminate falsehood & wrong ideas about science and thus influencing the supple mind of the juveniles. "Moulobadi" bojhen? Dhormo korte hole madrasai zan. Blog charen! ২৬ শে জুন, ২০০৯ রাত ৮:২১ লেখক বলেছেন: "This is obvious that you guys are dogmatic, radical & zealots and your only purpose is to disseminate falsehood & wrong ideas about science and thus influencing the supple mind of the juveniles. "Moulobadi" bojhen? Dhormo korte hole madrasai zan. Blog charen" You talk like a radical fundamentalist. Did you buy the blog? Open your own blog , I’’ll not go there. That’s for certain. How do you teach with this type of mentality? I feel sorry for your students. ১৫. ২৬ শে জুন, ২০০৯ সকাল ৯:১১ মুরতাজা তারিন বলেছেন: Aapni zemon hindu nick nam TUSHARPAT niyechen! Aapni kemne bujhlen ze aami dadababu. Muslim poribare jonmo aamar tob-e aamar shobcheye boro porichoy aami manush...HINDU, MUSLIM, BUDDIST, CHRISTIAN aalada kore dekhina. Aamra shokole Manob-Shontan! Bujhlen kemne aamar onek gayan? ১৬. ২৬ শে জুন, ২০০৯ রাত ৮:২৪ ফারুক৫৫ বলেছেন: এখোনো বুঝি নাই কেমনে আপনার অনেক জ্ঞান। ১৭. ২৭ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫২ মুরতাজা তারিন বলেছেন: Mr. Faruk, Do I talk like a radical fundamentalist or, you do? Open up a lexicon & try to know what is the meaning of a fundamentalist? I think you don't know the meaning !!! You're a great scientist since you've discovered there is a 2nd law of conservation of energy. There is only a single law of the conservation of energy! Weren't you taught about that in the madrasa? Blog charen!!! Ta aapni dakhil, kamil na FAZIL? Light up a 555 cigarette & discover the 3rd law of conservation of energy!!! Ish 555-er bodole zodi Faruk-55 cigarette Bangladesh-e kinte paowa zeto!!! ১৮. ২৭ শে জুন, ২০০৯ রাত ৯:৫৩ ফারুক৫৫ বলেছেন: The law of conservation of energy states that the total amount of energy in an isolated system remains constant. A consequence of this law is that energy cannot be created nor destroyed The first law of thermodynamics Entropy is a function of a quantity of heat which shows the possibility of conversion of that heat into work. Laws of thermodynamics Zeroth Law First Law Second Law Third Law Fundamental Relation v • d • e Second law of thermodynamics From Wikipedia, the free encyclopedia Jump to: navigation, search Laws of thermodynamics Zeroth Law First Law Second Law Third Law Fundamental Relation v • d • e The second law of thermodynamics is an expression of the universal principle of increasing entropy, stating that the entropy of an isolated system which is not in equilibrium will tend to increase over time, approaching a maximum value at equilibrium. You are a disgrace of a teacher. Ta aapni dakhil, kamil na FAZIL? আপনার কোনটা মনে হয়? ১৯. ২৭ শে জুন, ২০০৯ রাত ১১:০৯ মুরতাজা তারিন বলেছেন: Mr. Cigarette no.55, How do you know that the universe is an isolated system? We'd been talking about the single law of conservation of energy. Now you bring forth the laws of Thermodynamics which is a total deviation in our discussion. Wikipedia search kore eishob lekhar maane ki aapni aapnar ignorance prokash korte chaichen? Apnito conservation of energy niye kotha bolchilen. Hothath aabar Thermodynamics keno? Gorom ki beshi laagche? Ish Fazil degree nit-e aapnar mone hoi onek gorome ghamte hoyeche! Shei zonno hotath bola koa nei Thermodynamics-er shutraboli. Physics ze zanen na eita promanito!!! ২০. ২৭ শে জুন, ২০০৯ রাত ১১:১৩ মুরতাজা তারিন বলেছেন: Blog-e dhormo prochar korar zonno aapni aar aapnar shangopangora koto taka pan? Naki bina poishai khap maren. Mr. 55 cigarette kenar poishata ki kopale zot-e? ২৮ শে জুন, ২০০৯ রাত ১২:২৫ লেখক বলেছেন: আজব মাস্টার আপনি। যুক্তি বাদ দিয়া নাম বিকৃতি করা শুরু করেছেন। আমাদের কমেন্টগুলো আবারো মনোযোগ দিয়ে পড়ুন।

পোস্টটা ও পড়ুন। দেখুন কোথা থেকে কোথায় এসে পৌছেছি। যদি সত্যিই আপনি "Ph.D in Physics & Astronomy from USA & I teach in USA." আপনার বর্ণনার মানুষটিই হোন , তাহলে আপনি শিক্ষকের নাম ডুবাচ্ছেন। আপনার ছাত্রদের জন্য আমি শুধু দুঃখ প্রকাশ ই করতে পারি। ২১. ২৮ শে জুন, ২০০৯ দুপুর ২:০৪ নাজিম উদদীন বলেছেন: তারিন ভাই, ছেড়ে দেন, বুঝতে পারে নাই।

২৮ শে জুন, ২০০৯ রাত ৮:৩১ লেখক বলেছেন: ভালো চ্যালা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।