আমাদের কথা খুঁজে নিন

   

*||* ~অনন্ত দিগন্তের বর্ষপূর্তি পোষ্ট : এই দিন, সেই দিন ~ *||*

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
সেদিনও ছিলো ছুটির দিন, তাই হাতে কোন কাজ নাই ....সকালে ঘুম ভাঙ্গার পরে ফ্রেস হওয়ার আগেই টেলিফোন আসতেই মুখ থেকে - উহ ! শব্দটা মনের অজান্তেই বেরিয়ে পড়লো ... এত্ত সকাল সকাল কে রে আমার আরামের দিন টা হারাম করার পায়তারা করছে, বলতে বলতে ফোনটা রিসিভ করতেই শুরুতেই ঝাড়ি খেলাম --- >> কিরে, ঘুম থেকে উঠলি মনে হয় ? কয়টা বাজে । > হু !! সাড়ে আট টা ... ক্যান ? >> তুই শালা তো কুম্ভকর্নকেও হার মানাবি রে, মানুষ এমন ঘুমায় ক্যামনে ? > আমি মনে হয় মানুষ না, ঘুমের দেশের এলিয়েন, এই জন্য এমনে ঘুমাতে পারি >> তাই তো মনে হচ্ছে, ঘুমাইছিস কখন কালকে রাতে ? > এইত, তিনটার দিকে ... >> আমার সাথে যে বারোটার সময় বললি ঘুমুতে যাচ্ছিস, এর পরে কি করেছিস ? > মর জ্বালা ! এর পরে একটা ম্যুভি দেখে ঘুমাইসি .... >> আমাকে মর জ্বালা বলতে তোর বুক একবারো কাপলো না ? কলিজা বেশী বড় হয়ে গেছে ? মনে হয় কাইট্টা সের দরে বাজারে বিক্রি করে দেই ... তা কি ম্যুভি দেখেছিস ? > ম্যুভির নাম দেখি নাই , কাহিনি মনে আছে কমু ? >> শোন, তোর মত মানুষ যে কিনা একটা ম্যুভি এক সপ্তাহ ধরে দেখে সে এক রাতে পুরা ম্যুভি শেষ করেছে এইটা বিশ্বাসযোগ্য কথা না ... ঠিক করে বল কি করেছিস রাতে ? > আইচ্ছা যা, নয়া গার্লফ্রেন্ডের লগে ডায়লগবাজী করছি, খুশী হইছিস ? এইবার ব্রেক লাগা ... >> আইচ্ছা শোন , এইটার জন্য তোরে আমি পরে সাইজ করুমনে, এখন কথা হইলে যে কারনে ফোন করেছি ... আজকে ঠিক ১০ : ৩৭ মিনিটে তুই আমার বাসায় ঢুকবি > ক্যান ? ... ১০ : ৩৭ ক্যান ? >> কাজ আছে, তুই খালি ঠিক ১০ : ৩৭ এ আমার বাসায় ঢুকবি, এইটুকু আমি জানি ... এখন আমার অনেক কাজ আছে, ফোন রাখি ... মনে থাকে যেন ১০ : ৩৭ এর আগে বা পরে যদি ঢুকেছিস তো আমার বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে > ঘটনা কিরে ? >> সময় মতো আসিস, জানতে পারবি ... > হুমম ... ফোনটা কেটে যাওয়ার পর থেকে অনেক চেষ্টা করেও বের করতে পারলাম না ঘটনা কি ... নাহ! কিছুতেই মনে করতে পারছি না ... যাই হোক সকাল সকাল ওর সাথে বহুত পাঙ্গা নিসি , এবার সময় মতো না গেলে নির্ঘাত ও আমার বাসায় এসে আমাকে স্রেফ খুন করে যাবে ... তার আগে বরং ওর বাসায় যাওয়া যাক ... ফ্রেস হয়ে ; রেডি হয়ে দেখি নাশতা করতে গেলে ওর বাসায় সময়মতো যাওয়া যাবে না ... এক কাপ চা খেয়ে মুখে চুইংগাম ভরে সোজা রওনা হলাম ওর বাসায় .... সময় ১০ : ২৮ ... কয়েক মিনিট আগে থেকেই ওর বাসায় সামনে আমি দাড়িয়ে আছি ... কলিং বেলে চাপ দিব কি না চিন্তা করছি ... একবার মনে হলো দেই আরেকবার মনে হলো না থাক হুদাই মাইর খাওনের কাম করার কি দরকার ... কিন্তু উপরের তলার কয়েকজন আন্টি আমার ঐভাবে ঠায় দাড়িয়ে দেখতে থাকায় হালকা ভ্রু কুচকালে, একটু বিব্রত হতেই হলো ... কলিং বেলে চাপ না দিয়ে ওরে ফোন দিলাম ... জানালাম ওর দরজার বাইরে অবস্হা ... কথা বলতে বলতেই দেখি দরজা খুলে গেল ... ওমা এ কে রে ? সাত সকালে এত্ত সাজুগুজু করে কৈ যাবে বান্দরনীটা ? .... আমার মুখের এক্সপ্রেশন দেখেই সেহে দিয়ে বললো ঘরে আয় ... আমি বললাম -- সময় হয়নি তো ... ও বললো -- আগে আয় তো ভিতরে এমন সমাদর করে ঘরে ঢুকিয়ে ডাইনিং টেবিল পার হয়ে ওর রুমে যেতে যেতে, ওর উপরে রাখা মজার মজার নাশতাগুলো দেখে দাবিয়ে রাখা ক্ষিদেটা যেন আরো মাথা চাড়া দিয়ে উঠলো ... বান্দরনীটা সেটাও খেয়াল করলো অথচ একটা বার বললো ও না খেতে ... মনটা চাইলো ওরে ধরে দুইটা মাইর দেই, কিন্তু পরবর্তি মুহুর্তে কি হবে সেটার কথা চিন্তা করে ঐ চিন্তা সেখানেই স্টপ করতে হলো ... এর পরে হলো আরেক কাহিনী ... ডাইনিং ক্রস করে ওর ঘরের সামনে যেতেই আমাকে ওর ঘরের সামনে দাড় করিয়ে বলে ১০ : ৩৭ এ ঢুকবি ... ততক্ষন এখানে দাড়িয়ে থাক ... অসহায় আমি দাড়িয়ে আছি দরজার সামনে ... আর সে দেখি ঘরে ঢুকে হাতে ক্যামেরা নিয়ে বসে আছে বেডের উপরে ... মুখে তার দুষ্টু দুষ্টু হাসি ... আন্টিও পাশ দিয়ে যাওয়ার সময় আমার অবস্হা দেখে একটু মুচকি হাসি দিয়ে বললেন ... তোমাকে আজকে সাইজ করছে নাকি ? ... আমার মুখ দেখে উনি জ্বলন্ত আগুনে আরেক্টু পেট্রোল ঢেলে বললেন -- টেবিলের নাশতাগুলো আজকে কিন্তু তোমার দোস্ত বানাইসে জানো ? ... কথাটা শুনে আমার তখন প্রান যায় যায় অবস্হা ... এর মধ্যে তার চিৎকার শুরু হইসে --- ঐ , সময় হয়ে গেছে , রেডি ? এক্ষুনি ঢুকবি তুই আমার ঘরে ... আয় আয় ,এখন ভিতরে আয় ! যাক শেষ পর্যন্ত ১০ : ৩৭ বাজলো ... বলতে বলতে ঘরে ঢুকছি এমন সময় ফটাফট কয়েকটা ছবি তুলে হাসি মুখে বললো -- তুই এখানে বস আমি তোর জন্য নাশতা বানাইসি, নিয়ে আসি একসাথে খাব নে ... ওর হাত ধরে টেনে বসায় দিলাম নিজের পাশে ... বললাম - বহুত গ্যান্জাম করেছিস সকাল থেকে, আগে এই ১০ : ৩৭ এর কাহিনি কি বল এর পরে একসাথে খাব ... এবার বান্দরনীটা আমার হেয়ার স্টাইলটা নষ্ট করে চুল এলোমেলো করে খিক খিক করে হেসে দিয়ে বললো পিসির মনিটর টা অন কর, সব জানতে পারবি, এখন আমাকে যেতে দে তো ... ওকে ছেড়ে দিয়ে এবার পিসির মনিটর অন করতেই সামনে ফুটে উঠলো এই ঘরে আমার প্রথম আসার ছবি ... ঠিক এক বছর আগের ... ছবিটার নিচে ডানদিকে তাকাতেই মনের মাঝে এক অদ্ভুত আনন্দের শিহরন খেলে গেল ... কারন ওখানে সুন্দর করে লেখা আছে -- মাস : দিন : বছর, আর সেই সাথে সময় -- ১০ : ৩৭ . আজকে সকালে যখন সামু তে ঢুকেছিলাম, তখন এই স্ক্রীনশট নিয়েছিলাম ...আমার ব্লগীয় জীবনের প্রথম দিনটি থেকে আজ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন, যাদের অনুপ্রেরনা আর ভালবাসায় সিক্ত হয়ে আজ পর্যন্ত ব্লগ লিখে যাচ্ছি সবাইকে জানাই অন্তরের অন্তঃস্হল থেকে ভালবাসা, কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ । সবাই অনেক অনেক ভাল থাকুন .... সবসময় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।