আমাদের কথা খুঁজে নিন

   

মনে হয় কিছু একটা করতে পারলাম (বদলে যাও, বদলে দাও)



আমি এ নীতিতে বিশ্বাসী যে, নিজেকে যদি বদলাতে না পারি তাহলে ভালো কিছু করার গতি পাওয়া যায় না। যা হোক এবার সরাসরি মূল কথায় চলে আসি। আমাদের ৫জনের একটা সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেটের বিনিয়োগের পুরোটাই শেয়ার বাজারে আছে। আবার ব্যক্তিগত বিনিয়োগ ও সবার আছে। আমরা সবাই রাত ১২টায় প্রতিদিন গলির মুখে একটা দোকানের সামনে বসে আড্ডা দিই।

আলোচনার বিষয় বস্তু নির্ধারিত নেই। তবে শেয়ার সংক্রান্ত বিষয়টা কমন থাকে। যেমন কালকে কোন কোন শেয়ার কিনব কিংবা কোনটা বিক্রি করে দিব ইত্যাদি। যেহেতু রাত ১২টার পর বসা হয় তখন দোকানগুলো বন্ধ হওয়ার সময় হয়ে যায়। যেখানে বসি তার পাশেই একটা হিন্দুর দোকান আছে।

উনি প্রতিদিন রাতে দোকানের ভেতর এবং বাউরের অংশ ঝাড় দিয়ে সব আবর্জনা ওনার দোকানের সামনের ড্রেনে ফেলে দেন। এটা দেখে আমার খুব খারপ লাগল। তখনই উনাকে অনুরোধ করলাম আবর্জনা যেন ডাস্টবিনে ফেলেন। চাইলে এভাবে ভদ্রভাবে না বলে ধমকের সূরে বলতে পারতাম, কারন অতটুকু পাওযার আমাদের আছে। কিন্তু আমি সেটা করিনি।

এরপর ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাইনি প্রায় একমাস। তিনদিন আগে বিষয়টা আমার নজড়ে আসল যে উনি এখনও আগের মতই ড্রেনে আবর্জনা ফেলছেন। তখন উনাকে আমি আবার অনুরোধ করলাম যেন এটা না করেন। এর বেশি কিছু বলিনি। এরপর দিন অর্থাৎ পরশু দিন আমার বন্ধুস খেয়াল করল যে উনি ময়লা ড্রেনে না ফেলে একটা বস্তার মধ্যে নিচ্ছেন ডাস্টবিনে ফেলার জন্য।

দেখে খুউ----ব ভালো লাগল। তখনই আমার বন্ধুদেরকে বললাম দেখ চাইলে প্রথম দিকেই ধমকের সূরে বলতে পারতাম এবং ওটা তখনই কার্যকর হতো। ভালোভাবে বললাম তাও কাজ হলো শুধু একটু সময় বেশি লাগলো এই আরকি। যারা পোস্টটি পড়বেন তাদেরকে আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।