আমাদের কথা খুঁজে নিন

   

A theory of women’s behavior.

অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন

মেয়েরা জন্মসুত্রেই একটা জিনিস পেয়ে থাকে, তা হচ্ছে পরাধীনতা। বাবার বাড়িতে থাকতে সব সময় এক চাপ থাকে খারাপ কিছু করা যাবেনা। বাবার কথা মানতে হবে, পাশাপাশি মা, ভাই, বোন সবার। নিজের স্বাধীন জীবন বলতে কিছুই থাকেনা। সান্তনা শুধু একটাই স্বামীর সংসারে হয়তোবা স্বাধীনতা পাওয়া যাবে।

কিন্তু সেখানে আরও বিপদ শশুর বাড়িতে সবার মন রক্ষা করতে করতেই জান শেষ। স্বাধীনতা আবার কোথায়। এভাবে মেয়েদের মনটা ধীরে ধীরে সঙ্কীর্ণ হয়ে যায়। তারা নিজেরা তো স্বাধীনতা পায় ইনা। অপরদিকে তারা একমাত্র যাকে তাদের আপন জন বলে মনে করে, তার উপরই তাদের অধিকার ফলানোর চেষ্টা করে।

সেক্ষেত্রে তাদের প্রথম তীর হচ্ছে ভালোবাসার মানুষ ও স্বামীর দিকে। একটু খেয়াল করলে দেখা যায় যে কোন মেয়ে ই তাদের প্রেমিক কে বা স্বামীকে সব সময়ই তাদের হাতের মুঠ্য়ো রেখে দিতে চায়। কোন মানুষকে তারা কখনও ই বিশ্বাস করবেনা। মনে হয় তাদের মন থেকে বিশ্বাস শব্দটা উঠে গেছে। যে লোকটি সারা জীবন স্বাধীনতা পেয়ে এসেছে সে হঠাৎ করে যাতা কলে পরে যায়।

না পারে ছাড়তে না পারে ধরে রাখতে। মেয়েরা সারাজীবন অধিকার খুজতে খুজতে দিশেহারা হয়ে যাচ্ছে কিন্তু এটা বুঝার চেষ্টা করেনা ছেলেদের থেকে তাাদের অধিকার অনেক বেশিই আছে কিন্তু তাদের মন এখনও তৈরী না। তারা ক্ষমতা চায়, কিন্তু দায়িত্ব না। তারা টাকা চায়, কিন্তু টাক না। তারা পেতে চায় , কিন্তু দিতে জানেনা।

তারা কল পেতে চায়, কিন্তু মিস্ কল দিতে ও ভয় পায়। তারা ভালবাসা চায়, কিন্তু ভালোবাসার মানুষ না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।