আমাদের কথা খুঁজে নিন

   

একই প্রশ্নের উত্তর বারবার দিতে দিতে টায়ার্ড হয়ে গেলাম। তাই এখানে লিখে দিচ্ছি।

আমার চোখে বর্তমান... প্রশ্ন: আন্দোলনটা কি জামাতের বিরুদ্ধে না রাজাকারদের বিরুদ্ধে এই পয়েন্টে আমি কনফিউজড। আন্দোলন যদি রাজাকারদের বিরুদ্ধে হয় সেইটারে আমরা জনগনের আন্দোলন বলতে পারি, কিন্তু যদি নির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে হয় তাহলে সেইটা আর রাজাকারের বিরুদ্ধে আন্দোলন থাকে না কারণ রাজাকার সব দলেই আছে। কিছুক্ষন আগে দেখলাম ঐখানে এক রাজাকার উপস্থিত হইছে এবং সেইটা আবার মাইকে প্রচার করছে, সবাই তালি দিসে, জয় বাংলা বলসে। এইটারে আপনি কোন চোখে দেখেন? উত্তর: আপনার কথা বুঝতে পারি। আগে চিহ্নিত রাজাকারদের ফাসিঁ হোক, তারপর অন্য দলগুলোকেও ধরা যাবে।

এটি একটি চলমান আন্দোলন। এই আন্দোলন শুধু ৬-৭ জন রাজাকারের বিরুদ্ধে নয়, সব রাজাকারের বিরুদ্ধেই। আর প্রথমে জামাতকে টার্গেট করার কারন হলো তারা অফিসিয়ালি রাজাকারদের ভরন পোষন করে। চিহ্নিত প্রথম সারির প্রায় সবগুলো রাজাকারদের দল হোল জামাত। জামাতের রাজাকারদের বিচার করা নিশ্চিত করা গেলে কাজ অনেকাংশে এগিয়ে যাবে।

তখন অন্যদের ধরা যাবে। https://www.facebook.com/didarul.bhuiyan ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।