আমাদের কথা খুঁজে নিন

   

কি নাম দেওয়া যায়?

এডিট করুন

আসিলাম ফিরে সেই কোলে শুনিতে মিষ্টি গানের কলি বুক ভরে নেব নিশ্বাস এবার মধুময় স্বাদের পিঠাপুলি আমি হাটিব আবার ধানক্ষেতে আল ধরে মৃদু মৃদু পায়ে দেখিব চাহিয়া গোধূলীর আলো আমার সেই আধা-গাঁয়ে সন্ধ্যামালতি ছিড়ব আবার আমি সন্ধ্যা আরতির ধূপ ধোয়ায় ঝিঝির ডাকে কামরাঙ্গার ডালে চামচিকারা নাচবে হাওয়ায় আবার আমি পেটপুরে ভাত খাব দেব ভাতঘুম ক্লান্ত দুপুরে স্থির হয়ে থাকব শুয়ে আবার আমি স্বপ্ন সাজাব মনের মুকুরে পুকুরে দেব ঝাঁপ উত্তাপ ছাড়িয়ে মহিষের পিঠে ঢালব পানি দিগন্তের গাছ, মাঠের ধান এইসবে উজ্জ্বল সবুজে মুছবে গ্লানি। কুয়াশায় ঢাকা জমাট মেঠো-পথে হাটব আমি আবার ধীরে ধীরে নিমের ডাল আর দাতের ঘর্ষনে আমি পরিষ্কার হব সূর্যোদয়ের তীরে। একটা দুইটা রিক্সা ভঙ্গুর আওয়াজ মুদীর দোকান আর কাচা বাজার আমি আবার বাজারের থলে হাতে দরদাম করব শতেক হাজার জাল ফেলে বসে রইব আবার আমি দুপুরের বিদায়ে বিকেলের ডাকে কিছু পুটি আর একটা দুটো শিং মলা ধরা পড়বে আমার জালের ফাকে। আমি আবার কামিনীর ঘ্রাণ পাব তীব্র আমার বিছানায় আধো জাগরনে চাদের আলো আসবে আমার জানালায় উঠোনে খেলবে দারুন অনুরণনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।