আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা টাইপিং টিউটর / নতুন ব্লগারদের বন্ধু



বাংলা টাইপিং প্র্যাকটিস করার জন্য একটি টুল যা আপনার বাংলা লেখার গতি বাড়িয়ে দেবে। নতুন ব্লগারদের জন্য অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার। নতুন ব্লগাররা অতি সহজেই বাংলা কি-বোর্ড আয়ত্ত করতে পারবে। এই সফটওয়্যারটি বিভিন্ন জনপ্রিয় কি-বোর্ড লে-আউট সাপোর্ট করে। এগুলো হলো ১, ইউনিজয়, ২, সামহোয়ারইন ফোনেটিচ ও ৩, অভ্র ফোনেটিক।

ডাউনলোড ও ইনস্টল করার জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করুন। ১, যদি আপনার পিসিতে Java 1.6+ ইনস্টল করা না থাকে তাহলে http://www.java.com/getjava/এই লিংক থেকে Java 1.6+ ইনস্টল করুন। ২, এরপর http://weaverspark.com/java/typingtutor/download.php এই লিংকে ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে। বিস্তারিত জানতে ttp://jaywalkable.wordpress.com/2009/06/04/bengali-typing-tutor/ এই লিংকে ক্লিক করুন। আপনাদের গুরুত্বপুর্ণ মন্তব্য/ফিডব্যাক এর প্রত্যাশায় রইলাম।

ধন্যবাদ সবাইকে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।