আমাদের কথা খুঁজে নিন

   

ফারজানা'পুর লেখা হয়ে ফিলিস্তিন সীমান্তের পাদ্‌দেশে।।



সবাই অনেক ভালো আছেন মনে হচ্ছে। অনেক দিন ব্লগে বসা হয়নি। আমার লেখার যোগ্যতা হিরোর বিপরীত তাই। মানে জিরো। অথচ দেখেন ঐ মেয়েছেলেটা কি সুন্দর করে লিখলো "মাগনা উপদেশে চিত্ত বিনোদনের আলাপচারিতা"।

ফারজানপু। ধ্যাত্‌ মেয়েছেলে বলাতে কটমট তাকানো বিধ্বংসী দৃষ্টি। আমায় ক্ষমা করো বুবু। তোমার সুন্দর উপস্হপনা,মুগ্ধকর জটিল আবিষ্কার। "শালার শালা" , "তোর মায়েরে বাপ", "বাবগিরী" এ শব্দচয়ন একটু মন্দ লাগলেও বিরক্তিকর সময়ে মানুষের রিয়্যেল বাস্তবতা ফুটেঁ উঠছে।

ব্লগের সব লেখা আমার ভালো লাগে। আমরা আক্রমত্বক লেখা না লিখলে ব্লক হয়ে উঠবে আরো মনমুগ্ধকর। । গত কল্য দীর্ঘ দেড়মাসের পরীক্ষা শেষ করলাম। আগামী কাল সফরে যাবো রিশে।

ফিলিস্তিন সীমান্ত। হাজারো উদ্বাস্তু শিবির যেখানে। যেখানে তথাকথিত সভ্যতার সভ্যপনার ঊজ্বল নমুনা বহন করে। ফিলিস্তিনী হাজারো সায়রার রক্ত যে মাটি স্পর্ষ করে আছে। সেদিন বতর্মান বিশ্বের মোড়ল ওবামা এসেছিলো আমাদের কায়রো ইউনাভর্সিটিতে।

বারোজন বিদেশী ছাত্রদের মাঝে আমিও একজন হয়ে উপস্হিত ছিলাম। ওবামার বক্তব্যের প্রতিফলন দেখতে চাই বাস্তবে। সে আশায় মুসলিম বিশ্ব। গাজা সীমান্ত থেকে ফিরে আগামী মাসের প্রথম দিনে রাওয়ানা দেবো আলেকজান্দ্রিয়ার দিকে। ভূমধ্য সাগরের তটে খেলবো দশদিন।

এরপর যাবো ফেরাউনের গ্রাম,পিরামিড,ইউসুফ-জুলেখার সেই বিখ্যত ঘটনার সাক্ষ্য বহনকারী কার্‌য়ায়ে আজিজ মিস্‌রী। যদিও যাওয়া হয়েছে অনেকবার। "ফরেন স্টুডেন সিটি'র উদ্যেগে আরো অনেক সফর। ব্লগের বন্ধুদের আমন্ত্রন। যেতে চাইলে হাত তুলুন।

বন্ধু সবাই জোর্‌সে বলো --যাত্রা তোমার শুভ হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।