আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকে অন্ধ বোলো না



মাঝে মাঝে পেতাম যদি যাদুর চেরাগ হাতে, ভালমন্দ খেতাম যে খুব লজ্জা কী আর তাতে! বড় একটা বাড়ি বানিয়ে সুখে থাকতাম কি, দুনিয়াটা ঘুরে দেখবার রাখতাম না বাকি! আমার একটা অন্য স্বপ্ন অন্য খিদা যদিও; যাদুকরকে চেন যদি কথাটা তাকে জানিও। এঁকে দেখাতাম আকাশের গায়ে সাতরঙ ছবি আল্পনা চাঁদ-তারা-মেঘ-রামধনুকের বাইরেও আছে কল্পনা। তোমাদের মন যদি বলে, জোছনার নাকি রঙ নীল, আমার চোখেও তো করে একই মিল ঝিলমিল! তবু একটু যাদুর চেরাগ হাতেই পেতাম যদি, মিলিয়ে নিতাম আকাশের রঙ ছুঁয়ে দেখা সব নদি। আমি দেখি, আঁকি সব ছবি আমার মতন করে, আলোহীন দুই চোক্ষেও কত রং খেলা করে!! যাদুর চেরাগ চাই না আমার, যাদুর চেরাগ আছে সবাই তা বুঝবে না, তাই বলব না সকলের কাছে! রং প্রেম ও কাব্যের, জীবনের এবং দু’চোখের আমিও পারি বদলে দিতে ছুঁয়ে দিলে যাদু চেরাগের। চেতনাই সে বলে, পান্নাকে সবুজ এবং মতিকে লাল করুণা কোরো না অতএব; বলো না- মেয়েটা অন্ধ, কপাল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।