আমাদের কথা খুঁজে নিন

   

**** ঘাসফড়িং যখন ধরা দেয় স্বপ্নের রাজকন্যা হয়ে ****

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
এক দেশে ছিল এক রাজকমার, সেখানের সবার কাছেই সে ভীষন প্রিয় ছিল, জনপ্রিয়তার দিক থেকে সে রাজ্যে তার সমকক্ষ আর কেউ ছিল না, এমনকি স্বয়ং রাজামশাইও না .... এ জন্য তাকে আপামর জনগন নিজেদের চেয়েও বেশী ভালবাসতো ... রাজপুত্র হলেও সে যেন ছিল মুকুট বিহীন সম্রাট ... তার কথায় সবাই যেমন যে কোন কাজ করতে রাজি হতো, সেও রাজ্যের প্রতিটি মানুষের সব সময়ের সুখ দুঃখের সাথী হয়েই থাকতো ... এ কারনেই হয়ত অনেক সুন্দরীর মনেই তাকে নিজের করে পাবার অদম্য সুপ্ত ইচ্ছাগুলো কখনো কখনো নগ্নভাবে সকলের সম্মুখেই প্রকাশিত হয়ে পড়তো ... অথচ মুচকি হেসে রাজকুমার তাদের সবাইকে শুনাতো সান্তনার বানী, কিন্তু কখনো কাউকে জড়ায়নি নিজের সাথে .... কোন একদিন তার এক বন্ধুর দাওয়াতে রাজকুমার গেল অন্য একটি রাজ্যে, আগন্তুকের বেশে ... সেখানে যেতেই দেখতে পেল সে এক অপূর্ব দৃশ্য ... এ যেন তার নিজের দেশেরই প্রতিচ্ছবি ... এ দেশের জনমানব, সংখ্যার দিক থেকে অনেক কম হলেও এরা কোনভাবেই তাদের থেকে কম বন্ধুবৎসল নয় ... অপরিচিত অতিথিকে কিভাবে বরন করে নিতে হয় তা ওরা সবাই খুবই ভাল জানে ... পথ চলতে চলতে প্রথম দিনেই দেখা হয়ে গেল তিড়িং বিড়িং করে উড়ে চলা এক ঘাস ফড়িং এর সাথে ... মুগ্ধ নয়নে সে বেশ খানিক্ষন তাকিয়ে রইলো তার পানে ... এর পরে কাছে আসতেই সে এমন ভাব করলো যেন রাজকুমার তার কতদিনের পরিচিত ... স্বল্প পথের অল্প আড্ডায় দুজন যেন মিশে গেল একে অপরের ভিতরে , জেনে নিলো বন্ধুত্বের নতুন সংগা, হারিয়ে গেল অন্য এক স্বপ্নের জগতে ... এর পর সন্ধ্যা এলো, বাড়ী ফেরার সময় ঘনিয়ে আসতেই ঘাসফড়িং তার মন পাগল করা খিলখিল হাসিতে রাজকুমারের মনের গভীরে দাগ ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেল ফুল বাগানের ভিতর অজানা কোন গন্তব্যে ...অতঃপর, একসময় রাজকুমার ফিরে চলে তার নিজের রাজ্যে অথচ মনটা পড়ে থাকে সেই প্রান খোলা হাসির ঘাস ফড়িং এর কাছে ... অল্প সময়ের ব্যাবধানে রাজকুমার আবার ফিরে আসে সেই রাজ্যে ঘাসফড়িং এর সন্ধানে ... রাত দিন, এদিক সেদিক, ঘুরে ফিরে অনেকের কাছে জিজ্ঞেস করেও সে পায়না তার ঘাস ফড়িং এর দেখা... পথ চলতে চলতে অনেকের সাথে পরিচয় হয়ে যায়, তবুও অতৃপ্ত মনে পায়না একফোটা শান্তি ... এমনি, পথ চলতে চলতে একদিন সে দেশের রাজামশাই জানতে পারলেন তার আসল পরিচয়, ডেকে নিয়ে গেলেন তার নিজের খাস দরবারে, আপ্যায়িত করলেন সর্বোচ্চ সন্মানের সাথে ... কথা প্রসঙ্গে তিনি জানতে চাইলেন তার রাজ্যের কোন কোন জিনিস রাজকুমারকে আকৃষ্ট করেছে ? একে একে সেগুলোর কথা বলতে বলতে একসময় তার মনে হলো আসল জিনিসটার কথাই তো রাজামশাইকে বলা হয়নি .... এর পরে একরকম আকষ্মিকভাবেই ও বলে বসলো ঘাসফড়িং এর কথা ... ঘাস ফড়িং এর বর্ননা আর চণ্চলতার কথা শুনে মুহুর্তেই রাজামশাই বুঝে গেলেন রাজকুমার কার কথা বলছে ... সব কথা শুনে রাজামশাই ফিস ফিস করে রাজকুমারকে বললেন তার রাজ্যের এক গোপন কথা ... মুহুর্তের মধ্যে রাজকুমারের মন আনন্দে উদ্বেলিত হয়ে উজ্জ্বল হয়ে উঠলো তার মুখের প্রতিটি অনু পরমানু ... এরপর কেটে গেল আরো কিছু দিন, খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন রাজকুমারের সামনে হাজির হলো স্বপ্নের ঘাসফড়িং, তবে আজ শিল্পীর বেশে ... নিবিড় মনের নরম হাতের কোমল পরশে একে চলেছে নিজের মনের কথাগুলো ... অল্প অল্প করে ... ছবিটা শেষ হতেই রাজকুমার বলে উঠলো - স্বর্গ থেকে পাওয়া তোমার এ প্রতিভা দিয়ে তুমি কি এঁকেছ তা কি তুমি জান ? অবাক করা বড় বড় চোখে ঘাস ফড়িং জিজ্ঞেস করলো -- কি ? রাজ কুমার উত্তর দিলো -- আমার স্বপ্ন ... তুমি তো স্বপ্নের জাদুকর... হবে কি আমার স্বপ্নকুমারী ? মুগ্ধ নয়নে রাজকুমারী তাকিয়ে থাকে ওর দিকে, মনের মাঝে যেন রংধনূর সাত রং খেলা করে চলেছে ...কন্ঠের জাদুকর রাজকুমারের কথার আবেশে যেন অবশ হয়ে আসে ওর অঙ্গ প্রত্যঙ্গ ... হাত বাড়িয়ে আহ্বান জানায় ওকে শক্ত করে ধরে রাখার প্রত্যয়ে ... ওর কোমল হাতে রাজকুমারের স্পর্শে যেন সন্চারিত হলো নতুন প্রানশক্তি ... খিলখিল করে হেসে উঠে রাজকুমারের হাত ধরেই নতুন জীবনের প্রানস্পন্দনে নেচে চললো ওর চারিদিক ... ঘুরে ঘুরে, উড়ে উড়ে ... একাত্ব হয়ে মিশে গেল শুধু ওর শরীরের সাথে নয়, বরং আত্মার সাথে ..... সন্ধ্যা : গল্পটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে ? তুহিন : তুমিই বলো, কোথায় শুনেছ এটা ? সন্ধ্যা : কি জানি , তবে এমন একটা ঘটনা আমার জানা আছে খুব ভাল করে, রূপকথা কি কখনো সত্য হয় নাকি ? তুহিন : হু হয়, যদি তা হয় বাস্তবে ... সন্ধ্যা : বাস্তবে ? আচ্ছা ঐ ঘাসফড়িং টা কে ছিল ... তুহিন : হু, বাস্তবে ... আর ঘাস ফড়িংটা ছিলো ঐ দেশের সবার প্রানপ্রিয় রাজকুমারী সন্ধ্যা : সত্যি করে বলতো এটা কিসের গল্প তুহিন : এটা এমন দুজনের সত্যিকারের গল্প যাদেরকে আমরা দুজন সবচেয়ে ভালভাবে চিনি ... এরপর ....দুষ্টুমি মাখা খিল খিল হাসির বন্যা ছড়িয়ে তুহিনের ঘাসফড়িং ওর হাত ধরে নেচে চললো রংধনুর সাত রং হয়ে .....ঘুরে ঘুরে, উড়ে উড়ে....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।