আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান বনাম শ্রীলংকা কি হবে ফাইনালে!!!!!!!!!!

পরিবর্তনে বিশ্বাসী

এবার হবে লড়াই! সুপার এইটে পাকিস্তান হেরেছিল শ্রীলংকার কাছে এখন কি হবে? অব্যশই ফাইনাল বলে কথা। আমার কাছে দুইটি দলই ভাল লাগে কিন্তু খেলার মজা পেতে হলে অব্যশই একটি দলকে সর্মথন করতে হবে। পাকিস্তানের দিকে ৬০% শ্রীলংকার দিকে ৪০%। এখন দেখার বিষয় কাপ জিতবে কে? পাকিস্তান গতবার রানার আপ তারা এবারও কি একই ভূল করবে। শ্রীলংকা প্রথম থেকে ভাল খেলছে বিশেষ করে দিলশান।

প্রথমে যদি পাকিস্তানের বলিং এর কথা বলি তাহলে আফ্রিদির কথা প্রথমে এসে যায় মোটামুটি আফ্রিদি এখন ফরমে আছে। ওমর গুল, রাজ্জাক, আজমল,মালিক সব মিলে বলিং একশান একটা নিরাপদ স্থানে। আর ব্যাটিং এ কামরান আকমল গত খেলায় যদি খুব দ্রুত গতি রান তুলতে গিয়ে আউট হয় সেও আছে ফরমে। শ্রীলংকার কথা বলতে গেলে চলে আসে দিলশানের কথা। মহা ফরমে আছে দিলশান একাই ওয়েস্ট ইন্ডিজকে বধ করেছে তার ৫৭ বলে ৯৬ রানের সুবাদে শ্রীলংকা ১৫৮ রান করে।

অন্যদিকে বলিং একশানও বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে শ্রীলংকা ফেভারিট কিন্তু পাকিস্তান কি গতবারের ভূলটা আবার করবে? সেটাই এখন দেখার বিষয়। ২১/০৬/০৯ ইং রবিবার বাংলাদেশ সময় রাত ৯.০০ মি. র্লডসে পাকিস্তান বনাম শ্রীলংকা এর খেলাটি দেখা যাবে সরাসরি বিটিভি, স্টার র্স্পোটস, সুপার২ তে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.