আমাদের কথা খুঁজে নিন

   

Google Adwords Coupon … I’m Feeling Lucky

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
পোষ্টটির সূত্র: Google Adwords Coupon … I’m Feeling Lucky কালরাতে অফিস থেকে এসে দেখি গুগলের একটি খাম আমার জন্য অপেক্ষা করছে। খামটি মাসের এই সময়ে খুবই অপ্রত্যাশিত। কারন কোনো চেক এই মুর্হূতে আশা করছি না। যা হোক, রুমে এসে খুললাম।

দেখি গুগল Adwords বিজ্ঞাপনের জন্য ৫০ পাউন্ডের একটি কুপন পাঠিয়েছে। ওয়াও! সফল এডসেন্স কিংবা এডওর্য়াড ব্যবহারকারিদের জন্য গুগলের উপহার কোনো নতুন বিষয় নয়। ২০০৫ সালে গুগল ক্রিসমাস উপহার হিসেবে পুরো একটি টুলকিট পাঠাতো – যার মধ্যে থাকতো মাউস, ইউএসবি, ডেটা ক্যাবল ইত্যাদি। এরপর ২০০৬ সালে পাঠিয়েছিল ডিজিটাল ফটোফ্রেম এবং ২০০৭ সালে কেবলমাত্র একটি ২ গিগাবাইট মেমরিকার্ড আর ২০০৮ কিছুই পাঠায়নি। যা হোক আমি বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখতাম আর ভাবতাম আমি কবে গুগলের সুনজরে পড়ব? অবশেষে পড়েই গেলাম।

জানি এটি গুগলের নিজের পন্যের প্রচরনার একটি পন্থা তবুও মেইলিং লিস্টে নাম দেখে খুশি লাগছে। গুগলের এডওর্য়াড ঠিক এডসেন্সের বিপরীত। এডসেন্সে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাই সেগুলো প্রকাশের জন্য বিজ্ঞাপনদাতাদের গুগলের এডওর্য়াড (Adwords) ব্যবহার করতে হয়। এজন্য গুগলকে বিষয় এবং চাহিদার উপর ভিত্তি করে গুগলকে পয়সা দিতে হয়। আর আমার এই কুপনটির মূল্য ৫০ পাউন্ড।

অর্থাৎ এই কুপনটি ব্যবহার করে আমি ৫০ পাউন্ড মূল্যের বিজ্ঞাপন প্রর্দশন করতে পারবো। বেশ আগে থেকেই আমার একটা Adwords একাউন্ট আছে, সেটা হালকা-পাতলা কয়েক পাতলা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করেছি। ভাবছি এই পঞ্চাশ পাউন্ড কোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করব। বি:দ্র: গোপনীয়তার খাতিরে কুপন নম্বর এবং আমার বাসার নম্বর মুছে ফেলা হয়েছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.