আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা কে সময় সম্পর্কে এই ধারণা টা দিল কে ???

জমিদার

শেখ হাসিনা কে সময় সম্পর্কে এই ধারণা টা দিল কে ??? আজ রাত ১১ টা সময় আমাদের ঘড়ির সময় ১ ঘন্টা এগিয়ে এনে ১১ টা সময় কে ১২ টা করতে হবে । এত আমরা দিনের আলো ১ ঘন্টা বেশি পাবো, মুল বিষয় হলো লোডশেডিং এর পরিমান কমিয়ে আনা।গতকাল রাতে টিভিতে দেখলাম একজন সাংবাদিক বললেন @ ব্যাপার টা যদি ঘড়ির কাটা ১ ঘন্টা না এগিয়ে সরকার যদি ঘোষনা করত যে, আগামীকাল থেকে অফিস সময় সকাল ৯ টা পরিবর্তে সকাল ৮ টা থেকে এবং দোকান , মার্কেট এক ঘন্টা আগে খোলা ও বন্ধ করতে হবে , তাহলে আর ঘড়ির কাটা চেঞ্জ করার দরকার হতো না। আমি তার সাথে একমত । সরকারের উচিত বিদ্র্যুৎ উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে দিকে বেশি নজর দেয়া । তারপর ও দেখি সামনে কি হয় যে প্রশ্নটা মনে আসছিল , শেখ হাসিনা কে সময় সম্পর্কে এই ধারণা টা দিল কে??? আপনাদের কারো যদি সেই বুদ্ধিজীবির নাম জানা থাকে আওয়াজ দিয়েন ঐ বুদ্ধিজীবিকে দেখবার মন চাচ্ছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।