আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান ফাইনালে!!!!!!!!

পরিবর্তনে বিশ্বাসী

পাকিস্তান টিমটিকে সর্মথন করে বাংলাদেশে অনেক দর্শক আছে। আর একটা কথা আমাকে এখন বলতেই হবে তা হল আমি পাকিস্তান সর্মথন করি এর মানে আমি রাজাকার নই এবং আমার মত এমন অনেক আছে। আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভূল করি অতি ভক্তি দেখাতে যেয়ে কোনটা কি সেটা ভূলে যাই। আমি পাকিস্তান টিমটিকে পছন্দ করি কারণ আমার কিছু প্রিয় খেলয়ার আছে। আর একটি ক্রিকেট টিমকে সর্মথন করা মানে এই নয় য়ে আমি তাদের নিযার্তন এর কথা ভুলে যাবো।

আমিও কবি ফররুখ আহামেদের মত, উনার বাসায় পাকিস্তানি মেহমান এসেছিল উনি মেহমানকে যর্থাথ মেহমানদারী করেন যখন মেহমান চলে যায় তখন তার সহকর্মী কবি আল মাহমুদ বলেন আপনি পাকিস্তানীকে ঘৃনা করেন এমনকি উনি অফিসে আসবে শোনে আপনি অফিসে যাননি কিন্তু মেহমানদারীর কোন ত্রুটি রাখেননি কেন? তখন জবাবে ফররুখ আহমেদ বলনে সে আমার ঘরে যখন এসেছে তখন সে আমার মেহমান আমি এখনও তাদের ঘৃনা করি কিন্তু এর মানে এই নয় যে সে আমার ঘরে এসেছে তাকে আমি কুকুরে মত তাড়ি দেবো মেহমান দারীর সাথে দেশ প্রেম এর কোন সম্পর্ক নেই। ঠিক আমিও বলবো টিম সর্মথন করা সাথে দেশপ্রেমের কোন সম্পর্ক নেই আমি তাদের ব্যাক্তিগতভাবে আর সবার মত ঘৃনা করি। যাক ওই সব কথা। কথা গুলো বলেছি কারণ আমার কিছু আবুল টাইপের বন্ধু আছে যাদের মেন্টালিটি এ রকম। তারা পাকিস্তান দলটিকে সর্মথন করে না বিদায় তারা তাদের প্রকৃত দেশ প্রেমিক ভাবে।

আর কি....... না মুনির না মত। তাদের খারাপ দিকটি তুলে ধরতে চাইনা। এখন হল আফ্রিদির কথা। কি করলো আফ্রিদি দক্ষিন আফ্রিকাকে বলিং, ব্যাটিং এ উড়িয়ে দিল। ৩৪ বলে ৫১ করে ক্ষানন্ত নয় আফ্রিদি, গুরুত্বপূর্ন দুইটি উইকেট সে তুলে নেয় ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেয়।

আর উইকেট দুইটি হল গিবস আর ভিলির্য়াস যারা টি-২০ র জন্য খুবই ভয়ন্কর একজন ছিল আইপিএল এর ২০০৯ চ্যাম্পিয়ান ডেকেন চার্জার এর পক্ষে আর এক জন্য দিল্লি ডেয়ারিভিলস এর পক্ষে। পাকিস্তান কাল বলিং নইপুন্নে ম্যাচটি জিতেছে। মাঝে অধিনায়ক একটি ভুল করে ছিল যে ফুয়াদকে বল দিয়ে। অন্য সব বলাররা যখন খেলাটা একটা ব্যবধানে নিয়ে এসেছে ঠিক তখনই ফয়াদ এর ১ ওভারে ১৫ রান ব্যাবধ্যানটা কিছু কমিয়ে দেয়। যাক এরপর উমর গুল ও আজমল এর বলিং এ দক্ষিন আফ্রিকা লক্ষে পৌঁছাতে পারি নি।

শেষ ওভারে আমির ১৫ রান দিলেও পাকিস্তান ৭ রানে জয় পায়। এখন অপেক্ষা ফাইনালে কি হয়!!!!!!!!!!!!!!!!!!!!! কি করে এই পাকিস্তান। গত টি২০ ওয়ার্ন্ডকাপে ফাইনালে ভারতে সাথে হারে। গত বার ফরমে থাকা মিজবাহুল হক এবার কোন সুয়োগ করতে পারে নি। ফাইনাল ২১/০৬/০৯ ইং রবিবার রাত ৮.০০মি. প্রতি পক্ষ কে হয় সেটা বলা মুসকিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.