আমাদের কথা খুঁজে নিন

   

আজকে(১৯,জুন) রাত ১১টা বাজলেই ঘড়ির কাটা এগিয়ে ১২টায়(২০,জুন) রিসেট করুন

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

সরকারের সিদ্ধান্তমতে আজকে রাতে ঘড়িতে ১১টা বাজলে আপনারা সবাই সেটা সামনে এগিয়ে নিয়ে ১২টা করে দিবেন। তাহলে আজকে ১৯ তারিখ ১১টায় হয়ে যাবে ২০ তারিখের প্রথম ঘন্টা ১২ টা। মাঝের ১ ঘন্টা আপনার জীবন থেকে উধাও হয়ে যাবে পরে অবশ্য নাতি নাতনীদের এই গল্প বলতেও পারেন, কারন হয়ত ততদিনে বাংলাদেশের বিদ্যুত সমস্যার স্থায়ী কোন সমাধান হয়ে যাবে! এখন আসেন কাজের কথায়। প্রশ্ন হলো, নামাজের সময়সূচির কি হবে? ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে ঘড়ির কাটা ১ঘন্টা এগিয়ে নেয়ার সাথে সাথে নামাজের সময়সূচির পরিবর্তন হবে। আসেন প্রথম আলো থেকে কপি পেস্ট করা একটা ছক দেখি : যারা ইসলামিক ফাউন্ডেশনের স্থায়ী ক্যালেন্ডার দেখে নামাজ পরতেন তারা পুরাতন ক্যালেন্ডারের সাথে ১ ঘন্টা যোগ করে নামাজ পড়বেন।

আপনার অফিস যদি এতদিন সকাল ৯টায় শুরু হইতো, তাহলে ২০ তারিখ থেকে আপনার নতুন সেট করা ঘড়ি দেখে সকাল ৯টাতেই শুরু হবে। এতদিন সবাই এক্সপি ইন্সটলের সময় বা ইয়াহু মেইলে লোকাল টাইম সেট করার সময় GMT+06:00 Astana, Dhaka দিতাম। কিন্তু এখন থেকে সেটা দিতে হবে GMT+07:00 Dhaka । অর্থাৎ গ্রিনীচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত ঘড়ির কাটার সময়ের অনুযায়ী সময়ের ব্যাবধান হবে ৭ ঘন্টা। এজন্য আপনাকে মাইক্রোসফ্টের একটা প্যাচ ইন্সটল করা লাগবে।

নিচের লিংকে তা পাবেন। http://support.microsoft.com/kb/972423 তারপরেও যারা কনফিউশনে আছেন তাদেরকে বলি, শুধুমাত্র ঘড়ির কাটাটি এক ঘন্টা এগিয়ে দেন, এরপর সবকিছু ভুলে একটা ঘুম দেন। শনিবার সকালে উঠে আপনে সাধারনত যখন যা করতেন, তাই করবেন। পরিবর্তন হবে শুধু ঘড়িতে, আর কিছুতে নয়। **ঘড়ি কবে আবার ১ ঘন্টা পিছিয়ে নিয়ে আগের মত করা হবে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষনা আসে নাই।

সুতরাং ঘোষনা না আসা পর্যন্ত এভাবেই চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।