আমাদের কথা খুঁজে নিন

   

এর সঙ্গে চুলের সম্পর্ক কী?

আমার মনে হয়, আমি যথেষ্ট দেরি করে ফেলেছি। এ নিয়ে কথা ও কার্টুন যা হওয়ার হয়ে গেছে। তবু, নিতান্ত বিবেকের দংশনে মুখ খুলতে বাধ্য হলাম। কেননা বাংলা বাগধারা বিষয়ে একটা ভুল ব্যাখ্যা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তা দেখা ও শোনার পরে চুপ করে থাকাটা অন্যায়। একচুল নড়া হবে না, এই কথাটার সঙ্গে চুলের আসলে কোনো সম্পর্ক নেই। এখানে সম্পর্কটা নড়ার, না-নড়ার। একচুল একটা পরিমাপের একক মাত্র। এখানে একচুল দৈর্ঘ্যের একটা ইউনিট। একচুল নড়া হবে না, এর মানে কারও চুল কিংবা পরচুলা নড়বে না, তা নয়; এটার মানে হলো, কেউ একজন তাঁর কোনো একটা অবস্থান থেকে সামান্য পরিমাণও নড়বেন না।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।