আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষা এবং আমার ভাবনা



আষাঢ় মাসের আজ ৪ তারিখ কিন্তু সেভাবে বষ্টির দেখা পাচ্ছিনা, তার সাথে যুক্ত হয়েছে গুমট গরম এবং অসহনীয় জানজট সবকিছু মিলিয়ে এক জঘণ্য অবস্থা। আরও বেশি মন খারাপ লাগছে গত কয়েকদিনের নিউজ গুল দেখে, দোররা মারা, টিপাই মুখ বাঁধ, আওয়ামীলীগ নেতাদের চরমভাবে নগ্ন তষামোদকারি ভাষণ,পুলিশের লংকার রাজার মতো আচারণ অনেক কিছুই।এগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে মনে হয়না লাভ কিছু হবে। তারপরও আমরা আশাবাদী। মাঝে মাঝে মনে হয় এগুলো থেকে যদি ছুটি নিতে পারতাম, পারিনা কারন বাস্তবতা নামক একটা জোয়াল সবসময় কাঁধে চেপে থাকে।তবে সাময়িকভাবে মুক্তি পায় গান, সিনেমা,বই এবং ব্লগ থেকে আর particularly একজনের নাম বললে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ।এই একজন মানুষ, যে আমাকে সবসময় মু্গ্ধ করে আমাকে মুক্ত করে এই ক্লেদময় বাস্তবতা থেকে। আজকে কেন জানি তাঁর সেই "দূর্ভাগা দেশ" কাবিতাটির কথা মনে পড়ছে, আপনাদের সবার সাথে কাবিতাটি শেয়ার করলাম: হে মোর দূর্ভাগা দেশ , যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞিত করেছ যারে সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেল সে তোমারে বাঁধিবে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অঙ্গানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।