আমাদের কথা খুঁজে নিন

   

এই গানটা খুজিঁ



কে লিখেছে-- কে গেয়েছে জানিনা--- ভাল লেগেছে তাই খুজছিঁ--- "তোমার চোখের আঙিনায় এখনো কি তেমনি করে জোছনা ঝরায় আলো? এখনো কি তারার পারে, চেয়ে থাক আনমনে? তুমি কি আমায় আগের মতো বাস ভালো? তুমি কি আমায় আগের মতো বাস ভালো? এখনো কি আকাশে মেঘ দেখে-- জানলা খুলে তেমনি থাক বসে? এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃষ্টি ধারা এসে? তোমার দীঘল চুলে এখনো কি ছবি আকেঁ মেঘের যত কালো? তুমি কি আমায় আগের মতো বাস ভালো? তুমি কি আমায় আগের মতো বাস ভালো? এখনো কি পুরোনো চিঠি পরে-- নয়ন ভেজাও নীরব অভিমানে? এখনো কি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে? সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঝেঁর প্রদীপ জ্বালো? তুমি কি আমায় আগের মতো বাস ভালো? তুমি কি আমায় আগের মতো বাস ভালো?---"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।