শোন স্বদেশ মৃত্তিকা !পরাভুত ভূম ছেড়ে অন্যত্র যাবার এ প্রয়াস তোমাকে আহত করবে জানি । আমার নিরুদ্দেশ তোমার অর্জিত সম্ভ্রমে দেবে টান । কুকুর-শৃগাল তোমার আব্রু নিয়ে করবে ইতর বেলেল্লাপনা চরম । তবু আমি যাব বধির উপত্যকা ছেড়ে । আমি জানি, আমাকে রুখবার সাধ্য নেই তোমার ।
অধিকার ? সেতো হারিয়েছো বিগত জন্মের আগেই ।
শৈশবে, তোমার উজানে ভাসিয়েছিলাম স্বপ্নের ভেলা । ইচ্ছে ছিল তোমার শৃংখলিত পরাধীন হাতে তুলে দেব রাজদন্ড-বৈশ্বিক । তোমার অতুল গ্রীবায় পরিয়ে দেব হিরের দ্যুতিময় বিদ্যুৎপ্রভা । কপালে রাজতিলক এঁকে মাথায় পরিয়ে দেব বিশ্বজয়ী মুকুট ।
জগৎ তোমার বন্দনায় আনত থাকবে সহস্রাব্দ ব্যাপী । প্রমিথিউসের মত তোমার চলায় তৈরী হবে বিধানের বৃত্ত ভাঙা নতুন নতুন জনপদ ।
আমি হেরে গেছি আত্মজ ! রাজদন্ড ভিখিরিকেও স্বৈরী করে-জেনেছি তোমার কল্যাণে । উদরপুর্তি ভোজন শেষে তুমি দলেছ শত দলিতের অন্ন । ছিনিয়ে নিয়েছ সম্ভ্রমের শেষ সুতোটি ।
তোমার বালখিল্য কুটিলতায় ভেসে গেছে কত গ্রাম আর প্রলেতারিয়েতের আবাস ফিরেও দেখোনি ।
গড়ার কারিগর ভাঙনে বিচ্যুত হয়না জেনো । যদি তোমার দুর্দিনে ফিরিয়ে দিতে পারি হারানো গৌরব কিংবা তারচেয়ে বেশি- রাজদন্ড বৈশ্বিক; । তবে জেনো, আবারো গড়ে নেব নিজভূম নিজস্ব নিয়মে ।
সময়ের শরীরে রেখে যাওয়া ইতিহাস নিয়ে বলবার নেই কিছুই ।
তবু বলি একবার, ডাকো যদি ফের,মনে রেখ প্রিয়তম -
“মানুষ চিনেছে মুখোশের মুখ, মানুষ চিনেছে শত্রু ।
হাতে হাতিয়ার বুকে বিশ্বাস, ঐ দেখ ওরা আসছে । ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।