আমাদের কথা খুঁজে নিন

   

মা আমার মা



আমার মা হলেন দুই দেশের সেতু। ভারতবর্ষ ও বাংলাদেশ। মার জন্মভুমী বাংলাদেশ। ছোটবেলা থেকে কত গল্প শুনেছি সেই দেশের, গল্প শুনতে শুনতেই আমার চোখের সামনে ভেসে ওঠে সেই সব জায়গা যা মা বর্ননা করেন! মায়ের সেই ছোট্ট সুন্দর গ্রাম, পুকুর, নদী, পুকুরে, নদীতে মায়ের মাছ ধরতে যাওয়া, সাঁতার কাটা, আমি কল্পনা করে নিই সব, আমার মনের মণিকোঠায়। মা বলতে গিয়ে ফিরে যান সেই ছোট্ট বেলায়, কোথায় যেন হারিয়েই যান! মায়ের রাজদিয়া! মা যে আর কোন দিন যেতে পারবেন না তাঁর জন্মভূমীতে! দুরারোগ্য ক্যান্সার যে তাঁর চলন শক্তি ই কেড়ে নিয়েছে! কিন্তু আমি তো আছি মা, তোমার বড় আদরের মেয়ে! আমি যাব তোমার জন্মভূমী, তোমার জন্য। এতদিন তোমার চোখ দিয়ে দেখেছি এবার আমার চোখ দিয়ে দেখবে তুমি তোমার বড় সাধের জন্মভূ্মীকে! এবার আমি হব তোমার সেতু মাগো। শত শত ছবি ক্যামেরাবন্দী করে আনবো তোমার জন্য, তোমার গ্রাম, তোমার সেই পুকুর, নদী, পারলে কোন ছোট্ট মেয়ের সাঁতার কাটা, তুমি খুঁজে নিও সেই মেয়েটির মধ্যে তোমার ছোটবেলা!!! আমি নিশ্চয় পারবো মা, তুমি দেখো। আমি তোমার মুখে সেই শিশুর মত হাসি দেখতে চাই মাগো আমার!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।