আমাদের কথা খুঁজে নিন

   

তবু সে আমারে পায় আবার, বার বার

সুখীমানুষ

তবু সে আমারে পায় আবার, বার বার শাওন শেষ হয়ে যায় ফুড়ায় দীর্ঘ ঝড়ের নিশী, আমি বসে বসে স্মরণ দীপ জ্বালি। তার কি আসে না নিশী তার কি ঝড়ে না বাদল ধারা? তার কি পড়ে না মনে! হয়ত আমরে চায় নিরবে এমন করে হয়ত না তবু আমিই যাই বার বার তবু আমারে পায় তবু আমারে পাবে বারে বার। ১৭-জুন-০৮, প্রেমবাগা, উত্তরা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।