আমাদের কথা খুঁজে নিন

   

মা তোমাদের চোখের জলেই ভেসে যাবে লেডি হিটলার হাসিনার গরিমার মসনদ, ভেসে যাবে সব পাপ-পঙ্কিলতা

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক নির্যাতনের ইতিহাসে তিনজন মমতাময়ী মায়ের কান্না দৃশ্য আমাকে প্রায়ই অস্থির করে তুলে। আপনাদের কে কি এই দৃশ্য তিনটি একটিবারের জন্য ভাবায়? ১. ২০০৮ সালে বেগম খালেদা জিয়া যখন মুক্তি পেয়ে পিজি হাসপাতালে বিভিষিকাময় নির্যাতনের শিকার হয়ে অসুস্থ তারেক রহমানকে দেখে কেঁদেছিলেন। ২. জনপ্রিয় রাজনৈতিক ইলিয়াস আলী গুম হওয়ার পর যখন তার বায়োবৃদ্ধ মা কেঁদে কেঁদে মাতম করেছিলেন " আমার ইলিয়াসরে তোমরা আইন্না দেও" ৩. রিমান্ড নির্যাতনের শিকার হয়ে প্রায় অর্ধমৃত শিবির সভাপতি দেলোয়ার হোসেনকে আবারো রিমান্ড আবেদন করতে আদালতে নেয়ার সময় তার মা কপালে চুমু খেয়ে কেঁদে কেঁদে বলছিলেন " তুমি কোন পাপ করনি"। - মা তো মা, মায়ের কান্নায় নাকি আল্লাহর আরশ কেঁপে উঠে। এ তিন মায়ের কান্না আমরা টিভিতে দেখেছি। হাজার হাজার মায়ের নিরব কান্না কিংবা কষ্টের মাতম দেখিনি, জানতে পারিনি। আমি বিশ্বাস করি এই বর্তমান আওয়ামী ফ্যাসিবাদি সরকার এ পর্যন্ত যত মা কে কাঁদিয়েছে শুধু তাদের নিরব কান্নায় ভেসে যাবে স্বৈরাচারি গরিমার মসনদ, ভেসে যাবে সব পাপ পঙ্কিলতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।