আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা যে যার অবস্থান থেকে দেশদ্রহী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিরুদ্ধে অবস্থান নেই এবং দেশ সেবায় একতাবদ্ধ হই।

মাগো ভাবনা কেন , আমরা তোমার শান্তি প্রিয়, শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নাই মা প্রতিবাদ করতে জানি। আমরা সবাই মুজিবসেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই দেশ মাতৃকার প্রয়োজনে একতাবদ্ধ। ১. আজ বাংলাদেশ সময় বিকেল ৪.০০ থেকে ৪.০৩, বিশ্বের যে যেখানে আছেন, দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন আমাদের এই গণজাগরণ মঞ্চের সাথে।

আপনি কি চান একাত্তরের খুন-ধর্ষণ-অগ্নিসংযোগকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে চান? আপনি কি একাত্তরে আমাদের স্বাধীনতা বিরোধীতাকারি, বুদ্ধিজীবি হত্যাকারী রাজনৈতিক দল জামায়াত-শিবিরের নিষিদ্ধকরণ চান? তাদের সন্ত্রাসী কর্মকান্ডের অর্থের উৎস হিসেবে ব্যবহৃত বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের রাষ্ট্রিয় করণ চান? তবে নিজ নিজ কর্মস্থল থেকে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করতে পারেন আপনারা আমাদের এই দাবির সাথে, যে যেখানে আছেন, সেখানে দাঁড়িয়ে। ২. আজ থেকে ৪০০ জন বীর মুক্তিযোদ্ধা এসে যোগ দেবেন প্রজন্ম চত্বরে আমাদের মাঝে। একসাথে এত বীর দেখার সৌভাগ্য হয় কখন? তাই আসতে ভুলবেন না কোনো ভাবেই। ৩. আন্দোলন চলছে, চলবে। রাজপথ ছাড়িনাই, ছাড়বো না।

যতক্ষণ সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা নিশ্চিত হচ্ছে। অতিমধ্যেই অবশ্য আমাদের বেশ কিছু দাবি মানা শুরু হয়েছে, কিন্তু চূড়ান্ত বিজয়ের আগে মাঠ ছাড়া চলবে না কোনো ভাবেই। ৪. জামায়াত শিবির আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। বিভিন্ন স্থানে তারা জমায়েত হবে। দেশব্যাপী গড়ে ওঠা গণজাগরণ মঞ্চগুলোতে তাই আপনার উপস্থিতি নিশ্চিত করে দেখিয়ে দিন, তাদের বিরুদ্ধে দেশবাসী একতাবদ্ধ, ঐক্যবদ্ধ এবং আমাদের সংখ্যা তাদের চেয়ে বহুগুণ বেশি।

৫. এসএমএস, ইমেইল, ফেসবুক শেয়ারের মাধ্যমে যতটা সম্ভব এই ম্যাসেজটি ছড়িয়ে দিন সবার মাঝে। আর কন্ঠে তুলুন স্লোগানঃ লাখো শহিদের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। জয় বাংলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।