আমাদের কথা খুঁজে নিন

   

আই ডোন্ট ড্রাইভ ফাস্ট বাট লাভ টু ফ্লাই লো...

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা ছুতেই হাইওয়ের স্ট্রিট লাইট নিভে গেল ... রাস্তার দু পাশে খালি পতিত জমি আর ফসলের ক্ষেত ... এর মাঝে দিয়ে অন্ধকারের বুক হেডলাইটের আলোর উজ্জলতায় ঝলসে দিয়ে হাইওয়েতে ছুটে চলেছে ৪টা গাড়ি একটার পিছে আরেকটা ... স্পিড সবকটারই আজকে নরমালের চেয়ে একটু বেশী ... যদিও ১৬০ কিমি/ঘন্টা এদের কারো জন্য এমন কোন স্পিড না তবুও অপরিচিত রাস্তা আর হাইওয়ের এখানে সেখানে সিসি ক্যামেরায় স্পিড কন্ট্রোল না করলে হয়তো সবকজন আজকে উড়ে চলতো ... সবার মাঝেই একটা রেসের ইচ্ছা থাকলেও প্রায় প্রতি ৫ - ১০ কিমি পর পর ক্যামের কারনে সে ইচ্ছাকে দমিয়ে রাখা ছাড়া আর কোন উপায় ছিলনা ...এভাবেই চলছিল এই উইক এন্ডে ৪ গাড়িতে আমাদের উড়ে চলা ... সকাল ১০টা থেকে সবাই গাড়ি দাবড়িয়ে চলেছি মধ্যরাত পর্যন্ত ক্লান্তিতে কিছুটা অবসন্ন আর চরম ক্ষিদায় পেটে বিভিন্ন শব্দ করতে থাকলেও সবাই একসাথে না থামলে আর খাওয়া যাচ্ছিলো না ... আর এমনভাবে অনেকদিন পরে উড়ছি সবাই একসাথে, সময়টা খাবার খেয়ে নষ্ট করতেও কারো মন চাইছিলো না ... সাড়ে ১২ টার দিকে হঠাৎ চোখে পড়লো রাস্তার পাশে পুলিশের গাড়ি লাইট জ্বালিয়ে দাড়িয়ে আছে, সিগন্যাল দিচ্ছে এক কিলোমিটার সামনের পেট্রোল পাম্পে সব গাড়িকে পার্কিং করতে ... স্পিডের গলা চেপে বাকি পথটুকু চালিয়ে পাম্পের সামনে যেতেই দেখি পুরা রাস্তা ব্লক করে শুধু একটা রাস্তা দিয়ে এক সারিতে ঢুকতে বলছে সবাইকে ... সেখানে ঢুকে দেখি আমাদের মতো আর সব গাড়ি ঢুকছে এক এক করে , আর পুরো পাম্প স্টেশন পুলিশ ঘিরে রেখে এ্যালকোহল কন্ট্রোল (চেক) করছে ... আমাদের ৪গাড়ীতে বসা অনেকেই চেইন স্মোকার হলেও কেউ এ্যালকোহল পান না করায় কোন ঝামেলা হবে না বুঝেই একসাথে সবাই পাশাপাশি গাড়ি লাগালাম .... এর পরে এক মামা ইশারায় বললো ড্রাইভার ৪জন ঐদিকে যাও বলে হান্টারওয়ালী এক মামীকে দেখিয়ে দিলো .... আমরা চারজন একে একে নেমে ঐদিকে একসাথেই হাটতে লাগলাম ... তার কাছে পৌছুনোর আগেই দেখি আমাদের বাকী লোকজন সব কয়জন আমাদের সাথে সাথেই আসছে ... এর পরে ১৩ - ১৪ জনের একটা দল যখন এ্যালকোহল টেষ্টের জন্য দাড়ালাম তখন হান্টারওয়ালীর একটু ভ্রু কুচকে বলে -- সবাই না , শুধু যারা ড্রাইভ করছে তারা টেষ্ট দিবে .... প্রতিউত্তরে আমাদের বাকীরা বলে - সবার কাছেই লাইসেন্স আছে তাই ওরাও টেস্ট দিতে চায় এবার হান্টারওয়ালী আমাদের একজনকে টেষ্ট করিয়ে সেইফ সিগন্যাল পেয়েই বললো যাও তোমরা তোমাদের পরীক্ষা করবো না ... কিন্তু কন্ট্রোলে এসে পরীক্ষা না করিয়ে গেলে কেমন হয় এ জন্য দেখি আমাদের কেউ আর ওখান থেকে নড়ে না , এর পরে হান্টারওয়ালী শুধু আর একজন কে টেষ্ট করিয়ে বাকী সবাইকে বিদায় কর দিলো আমরা আবার গাড়ি স্টার্ট দিবো এমন সময় পিছন থেকে এসে আমাদের একজনকে বললো -- তোমরা একসাথে বের হয়েছ আজকে রাতে, সাবধানে স্পিড লিমিটে রেখে ড্রাইভ করো ... শুভ যাত্রা ... এবার আমাদের মাঝের একজন জবাব দিলো আমরা কেমন ড্রাইভ করি তা আমাদের গাড়ির পিছনেই লেখা আছে ... উৎসাহী এক হান্টারওয়ালী গাড়ির পিছনে গিয়ে দেখে সুন্দর ফন্টে বড় বড় করে লেখা আছে -- আই ডোন্ট ড্রাইভ ফাস্ট বাট লাভ টু ফ্লাই লো ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।