আমাদের কথা খুঁজে নিন

   

৩০০ তম পোস্ট পেরিয়ে

আল বিদা

সেই ডিসেম্বর ২০০৫ এ ব্লগ লেখা শুরু করেছিলাম। আমার বন্ধু দিদার (সমকালের গান) সা. ইনে কাজ করত। ও আমাকে এই ব্লগের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। প্রথম অবশ্য আমি ব্লগ লিখতাম না। বাচ্চাদের লেখার খাতার মত কিছু লিখতাম।

এখন আমি কিছু কিছু লিখি। আর আমার বন্ধু দিদার কিছুই লিখে না। লিখতে লিখতে ৩০০ পোস্ট লিখে ফেললাম। এর মধ্যে কত কি যে লিখলাম। ভালর চেয়ে খারাপই মনে হয় বেশী।

পোস্ট লিখে আশা করে বসে থাকি এখনই ব্লগাররা হুমড়ি খেয়ে পড়বে আমার লেখা পড়ার জন্য। অথচ কেউই পড়ে না। পরে জোর করে লোকজনকে ডেকে এনে পোস্ট পড়াই। তারা ভদ্রতার কারনে পড়ে একটা কমেন্ট করে চলে যায়। আমার শৈশব নিয়েও অনেকরকম পোস্ট লিখেছি।

আবার আমার বোকামি নিয়েও লিখেছি। খুব মনে পড়ে হ্যালভেশিয়ার একটা পোস্টে কত ব্লগার পাইকারি রেটে আমাকে গালি দিয়ে গেল। অথচ পরে ভুল ভাঙ্গার পর কেউ সরিও বলার প্রয়োজন মনে করল না। ব্লগ লিখে তো আর পয়সা আসে না। লিখতে ইচ্ছা করে তাই লিখি।

আর লেখার সময় মনে হয় ব্লগারদের সাথে কমিউনিকেট করছি। এইটাই সবচেয়ে বড় পাওয়া। এমন একটা ব্লগ কমিউনিটি পাওয়া যারা শুধুই লেখাজোকার কারনে এক হয়। যারা শুধুই জ্ঞান চর্চা করে। মুক্তমনা হওয়ার একটা চেষ্টা করি।

তাই যে যাই লিখুক এপ্রিশিয়েট করি। লেখাটা ভুল বলা যায় না। বরং দৃষ্টিকোনের ভিন্নতা বলা যায়। আর এই ভিন্নতা থাকেই। ভ্রমন গল্প পড়তে ভাল লাগে।

তাই যে-ই লিখে তাকেই ভাল লাগে। নিজেও কোথাও ঘুরতে গেলে তা লিখতে চেষ্টা করা। আমি মনে করি না যে ভাল লিখি। তবুও অনেকেই যে পড়ে আবার কিছু প্রশংসাও পাই এর জন্য ধন্যবাদ জানাই। এক পাতায় লিখে কত জায়গার কত জনের সাথে পরিচয় হল।

মিলটন, ল্যাবএইডের মেসবাহ, প্রথম আলোর মাসুম, একটেলের আতিক, বসুন্ধরার মিসকল, যাযাদি'র রিজভি, তারকানন্দের দিপু, ডি. নেটের দূর্ভাষী আর তার বউ অপরাজিতা, ব্যবসায়ী কালপুরুষ, বাবুয়া, ক্যামেরাম্যান, কবি সাজি, , জানা, শাহানা, সোনিয়া, বৃত্তবন্দি আরও কত জন। অনেকের সাথে দেখা হয় নি। হঠাত করে বের হয়ে আসে যে সাঝবাতি আমার ছোট ভাইয়ের বন্ধু। এমন একটা প্লাটফরমে দাড়াতেও তো ভাল লাগে। চলতি পথে হঠাত দেখি মিলটন ভাই বিড়ি খেতে হাটছেন বা দিপু দোকানে বসে ওয়াজ করছেন, ক্যামেরাম্যান সাহায্য চাচ্ছেন, মাসুম ভাই টিভিতে বয়ান করছেন, রাগিবকে নিয়ে প্রথম আলোতে রিপোর্টিং হচ্ছে, জানা হঠাত কোন প্রোগ্রামে দেখে বলছেন, আপনি মুহিব? দেখে আনন্দ লাগে।

ভাবতে ভাল লাগে এমন লোকদের আমি চিনি। ৩.৫ বছরে ৩০০ পোস্ট লিখতে দেয়ার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।