আমাদের কথা খুঁজে নিন

   

জামায়েতের তথা যুদ্ধঅপরাধীদের বিচারে শোলাকিয়ার ঈমামের সমর্থন দেওয়ার পর একটা ব্যাপার আবার সবার সামনে ফুটে উঠল।

জামায়েতের তথা যুদ্ধঅপরাধীদের বিচারে শোলাকিয়ার ঈমামের সমর্থন দেওয়ার পর একটা ব্যাপার আবার সবার সামনে ফুটে উঠল। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদারদের পক্ষে মুষ্টিমেয় কিছু আলেম(তথাকথিত) এবং সুযোগসন্ধানী মানুষ প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে। যারা কখনো চিন্তাও করেনি বাংলাদেশ স্বাধীন হবে। আর তাদের বিপক্ষে যাওয়া আলেম এবং সাধারন মুসলমানদের তারা উপস্থাপন করেছে ইসলাম বিরোধী হিসেবে। যার ফলস্রুতিতে অধিকাংশ মুসলমান ভাই-বোনেরা তাদের দ্বারা ভাষায় প্রকাশের অযোগ্য নির্যাতনের স্বীকার হয়েছে।

অনেকে মৃত্যুবরন করেছে এবং অনেক মা-বোন হয়েছে ধর্ষীতা। যাক ওই ব্যাপারে আর বললাম না কারন এই ব্যাপারটা প্রায় সবার জানা। ঠিক সেই ১৯৭১ সালের মত এখন তাদের বক্তব্য হল তাদের বিপক্ষে যাই যাবে তাই ইসলাম বিরোধী। শোলাকিয়ার ঈমাম সহ যারাই তাদের বিরুদ্ধে যাবে তারা তাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। কারন ইসলাম মেনে চলা এবং ইসলামী আইন বাস্তবায়ন তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে তাদের প্রয়োজন মত ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন।

আমার মতে তাদের এত বছর বেঁচে থাকার কারন হল তথাকথিত আইনের বিচারের কারনে। কারন ইসলামে হত্যার শাস্তি হত্যা আর ধর্ষণের শাস্তি পাথর ছুড়ে হত্যা। ইসলাম সার্বজনীন ধর্ম। এখানে মুসলমানদের এবং অন্য ধর্মাবলম্বীদের উভয়েরই নিরাপত্তার কথা উল্লেখ আছে। আর সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের উপরে বর্তায়।

আপনারা আপনাদের কৃতকর্মের দিকে চোখ বুলান । এটা বলে বেড়াবার ব্যপার না যে আমি একজন খাটি মুসলমান। আমার কর্মেই তা ফুটে উঠবে। কারন আমরা যা কিছু করি তা একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ্‌-কে সন্তুষ্ট রাখবার জন্য। কোন লৌকিকতা কাজ করতে পারবেনা মনের মধ্যে।

সবার জন্য শুভ কামনা রইল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।