আমাদের কথা খুঁজে নিন

   

তবে ঝড়ুক বাদল, সিক্ত হোক ধরণী

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আজ পহেলা আষাঢ়। আকাশের নীল পরিনত হবে ধুসরে। পুরো আকাশের মেঘ কালো হবে। এক সময়ে নামবে ঝম ঝম ঝম।

সাথে মেঘের গর্জন। আকাশ ভেঙ্গে নামবে বারিধারা। মাঠ-প্রান্তর, খাল-বিল হবে পানিতে পূর্ণ। পুরো নগর করবে ধুয়ে মুছে সবুজ। এ তো আষাঢ়ের বাস্তব রূপ।

কিন্তু কোথায়? কোথায় পাবো? আর তেমন করে প্রকৃতিকে সাজতে দেখা যায় না। এখন আষাঢ়ে বৃষ্টি আসে না। কদম ফুল ফোটেনা। মাঠ-ঘাট ফেটে চৌচির। কোথাও নেই একটু শান্তি।

চাতক এখনও পানি পায়নি। তীব্র গরমে মানুষের সাথে প্রকৃতির হাস-ফাঁস অবস্থা। আজ শৃংখলমুক্ত হোক আষাঢ়ের মেঘমালা। ঝাঁপিয়ে পড়ুক। আকাশ ভেঙ্গে নামুক বারি, সিক্ত করুক প্রকৃতি।

যেমন সিক্ত আমার প্রিয়ার আঁখি পল্লব। ফুটুক কদম। ও কদম শোভা পাক, আমার প্রিয়ার খোঁপায়। সবাইকে জানাই বারি সিক্ত কদমের শুভেচ্ছা। সবাই ভালো থাক, সুস্থ্য থাক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।