আমাদের কথা খুঁজে নিন

   

নাহিদাকে সাহায্য দেয়ার জন্য আরেকটি পে-পাল এ্যাকাউন্ট বিভ্রান্তি তৈরি করেছে!

বন্ধুদের নিয়ে বাঁচি

নাহিদার জন্য সাহায্য তুলতে গঠন করা স্টুডেন্টদের কমিটির কয়েকজন জানিয়েছে জ্বিনের বাদশারটি ছাড়া আরো একটি পে-পাল এ্যাকাউন্ট খোলা হয়েছে। ফেস বুকে একটি গ্রুপও করা হয়েছে। একাউন্টটি সম্পর্কে আগে না জানানোর কারণে , এই এ্যাকাউন্টের টাকা তাদের হাতে পড়বে কিনা এ নিয়ে তারা সন্দেহ পোষন করছে। Save Nahida, Save a Doctor! আমি প্রথমে ভেবে ছিলাম এটা জ্বিনের বাদশার করা এ্যাকাউন্টের লিংকই হবে। তারা বললো , এই ক্যাম্পেইন সম্পর্কে তারা জানেন , এবং জমা পড়া টাকার আপডেটও জানেন কিন্তু নতুন যে এ্যাকাউন্ট করা হয়েছে তাতে জমা পড়া টাকার আপডেটও দেয়া হচ্ছে না।

আমি বলেছি ,কোন খোঁজ নিতে পারলে জানাবো। পরে দেখলাম যিনি এই ক্যাম্পেইনটা করছেন, সামহোয়ারের নাম উল্লেখ করেন নি। কিন্তু আমার এই ব্লগ থেকে আমার তোলা আগের পোস্টটির ছবি ব্যবহার করছেন। তার মানে যিনি করছেন, নিশ্চয়ই এই ব্লগের ক্যাম্পেইন সম্পর্কে জানেন। কিন্তু ব্লগে এরকম নতুন পে-পাল এ্যাকাউন্ট খোলার কথা নজরে আমার আসেনি।

আপনারা দেখেছেন কি না জানি না। কথা হলো দরকার কি আরেকটা এ্যাকাউন্ট খোলার?কেউ ক্যাম্পেইন করতে চাইলে জ্বিনের বাদশার এ্যাকাউন্টটার লিংক দিয়ে দিলেইতো হতো। এক যায়গায় টাকা জমা পড়তো। এর করা `Save Nahida, Save a Doctor!.ক্যাম্পেইনের উদ্যোক্তা ব্লগের বাসিন্দা হলে কমিটির ছেলেদের সাথে কথা বলে অনাকাঙ্খিত ভুল বুঝা বুঝির সম্ভাবনা কমিয়ে আনার অনুরোধ করছি। আর সাহায্য দেয়ার মাধ্যম হিসেবে নাহিদার মায়ের সরাসরি এ্যাকাউন্ট বা বিদেশ থেকে হলে জ্বিনের বাদশার করা পে-পালক্যাম্পেইন.সেভ.নাহিদা -- নাহিদাকে সাহায্য করার জন্য পে-প্যাল এ্যাকাউন্টের লিংক ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করছি।

সেটাই মনে হয় উচিত কাজ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।