আমাদের কথা খুঁজে নিন

   

কৃকেট+ডিজিটাল+মানুষের ভাল থাকা



ক্রিকেট খেলা দেখি না। ভাবি না। তবে হঠাৎ করে চাপে পড়ে গতকাল দেখিচি। ভাল লেগেছি কিনা তা বলতে পারিনা। তবে মনে হল সত্যিই সময় অপচয় করেছি।

তারপরও মানুষ এর প্রতি পাগল পারা। আফ্রিদির ছক্কা দেখি হঠাৎ মনে হল এমনি করে যদি পৃথিবীতে কোন জটিল পরিবর্তন আসতো। তবে চার ছক্কা হয়ে যেত। রাজ্জাক ফিরে এসেছে আই সি এল থেকে মানুষ যদি এমনি করে ভালর দিকে ছূটত তবে কতই না ভাল হত। ভাল কে মানুষ ভাল বাসেনা।

তবে ভালকে ভাল জানে। এর চেয়ে বড় সত্যি কি আছে আর? তবুও মোরা মিথ্যের পিছু পিছু এক জটিল রেখা অঙ্গন করি। সেখান থেকে শত মিথ্যের জন্ম নেয়। তবও ক্রিকেট দেখি। ভাল লাগুক নাই লাগুক।

বাংলাদেশ কি তবে ডিজি+টাল হতে যাচ্ছে। তবে বাংলাদেশের এত সকালে বিদায় কেন? ভেবে দেখেছেন কভু? মুখ জুড়ে কথার খই আর ফোটে না আশরাফুলের তবে কি চক্ষু চিকিৎসা করতে গিয়ে তার মুখেও প্রবলেম? কৃকেট ঝিঝি পোক তুমি আর ডেকো না। আমি কোন পরিবর্তন চাই না আমি চাই সুখ শান্তি। পৃথিবীর মানুষ ভাল থাকুক। কোন পরিবর্তনের বাণী মানুষকে আলোর মুখ দেখাতে পারেনি।

শুধুই মুখের বুলি। তার পরও কৃকেট পারে সব মিথ্যে থেকে মানুষকে কিছু সময় ভাল রাখতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।