আমাদের কথা খুঁজে নিন

   

সেই নির্মানের ভিতর



ভেংগেছো সব জড়তা ভেংগেছো সব নির্মান। এবার বিছাও আকাশ চাদর অথবা সমুদ্রনীল শয্যা। যে সুরে কাঁপে বাঁশপাতা সে সুরের সিড়িতে হামাগুড়ি দিয়ে একবার বেয়ে ওঠো ভাস্কর। তার শেষে তুমি এখনও পাবে তোমার অপেক্ষারত এক নিটোল শব্দময় নারী। যাও খোঁজো, খুঁজে নাও সেই নির্মান। সেই নির্মানের ভিতর কোনো অন্ধকার গর্ভে, আদিম অন্ধকারে জেগে থাকবো আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।