আমাদের কথা খুঁজে নিন

   

বড় কাজের ছোট লিনাক্স, তাও আবার বহনযোগ্য!



পোর্টেবলের দুনিয়ায় এখন সবই পোর্টেবল। আপনি ল্যাপটপ কাঁধে, মোবাইল পকেটে নিয়ে ঘুরতে পারেন, অপারেটিং সিস্টেম কেন পারবেন না? অভিজ্ঞ লিনাক্স ব্যবহারকারীরা হাসছেন আমার পোস্ট পড়ে। উবুন্টু ব্যবহারকারীরা মনেমনে ভাবছেন মায়ের কাছে মাসীর গল্প!!! উবুন্টুই তো পেনড্রাইভে ইন্সটল করা যায়। সবার কথাই ঠিক। কিন্তু পেনড্রাইভে ইন্সটল করা উবুন্টু কি আসলেই পোর্টেবল? পারবেন সব কাজ করতে ঐ উবুন্টু দিয়ে? মাল্টিমিডিয়া কোডেক? প্লাগইন? পেনড্রাইভে উবুন্টু অন্তত ১ গিগাবাইট জায়গা নেবে।

বুট হতে প্রচুর সময় নেবে। সারাক্ষণ পেনড্রাইভ লাগিয়ে রাখতে হবে.... আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসি। আমি যে লিনাক্স ডিস্ট্রোর কথা বলছি সেটি ১৯০মেগাবাইট মাত্র। কেডিই ডেস্কটপ। সব মাল্টিমিডিয়া কোডেক দেয়া আছে, আপনি DVD পর্যন্ত চালাতে পারবেন।

অফিস সফটয়্যার আছে। ব্রাউজার আছে। বিটটরেন্ট ক্লায়েন্ট আছে। আর্কাইভ ম্যানেজার আছে। সিডি-ডিভিডি রাইটার আছে।

সাধারণ ভাবে যা লাগে সবই আছে। দেখতেও খুব সুন্দর। আসাধারণ ফাস্ট। আমার ল্যাপটপে বুট নেয় মাত্র ১০ সেকেন্ডে। আপনার কম্পিউটারে যদি ৫১২ মেগাবাইট RAM থাকে তাহলে এটিকে আপনি RAM এ কপি করে নিতে পারেন।

তাহলে আপনাকে আর পেনড্রাইভ লাগিয়ে রাখতে হবে না। আর টের পাবেন স্পিড কাকে বলে!!! যারা সব জায়গায় তো আর লিনাক্স পাব না, এই ভয়ে এখনও উইন্ডোজ ব্যবহার করেন তারা নিশ্চিন্তে উইন্ডোজ কে গুড বাই বলতে পারেন! ডিস্ট্টোটির নাম Slax. পাবেন http://www.slax.org থেকে, অবশ্যই ফ্রী... স্কিনশট দেখুন কয়েকটা:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।