আমাদের কথা খুঁজে নিন

   

আজ প্রকৃতির মন ভাল নেই

আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে

আজ প্রকৃতির মন ভাল নেই। সোনা রঙা রোদ গায়ে মেখে আজ সে সাজায়নি নিজেকে। সূর্যের লাল টিপ আজ আকাশের কপালে চুমো খায়নি, রোদের উত্তাপ আজ বাতাসকে আলিঙ্গন করেনি। আজ প্রকৃতির মন খারাপ। জলো হাওয়ায় কেবলই কান্নার অনুরণন। পাখির ডানায় কেবলই দুরন্ত বাতাসের হিংস্র নখর, মনের গহিনে কেবলই ভিজে মেঘ, কেবলই ভিজে মেঘের নিকষ গাঙ। আজ আমার মন ভাল নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।